ট্রাম্পের দুই কর্মকর্তা আসছেন ঢাকায় ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ আইজিপির গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৬০ ফিলিস্তিনির শরীরের শক্তি বাড়াতে যে ৬ খাবার খাবেন চ্যাটজিপিটি সবচেয়ে বেশি ব্যবহার হয় যে দেশে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত বাহিনীর ডেরায় কোস্টগার্ডের অভিযান, অস্ত্র ও গুলি জব্দ ঝিনাইগাতীতে অংশগ্রহণমূলক মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মাগুরায় স্বেচ্ছাসেবক দল নেতাকে ফাঁসাতে গিয়ে দুই নারী জেল হাজতে তরুণ কবি আল আমিন- বিদ্রোহী ইসরাইলি নৃশংস গণহত্যার প্রতিবাদে লোহাগাড়া যুবদলের বিক্ষোভ অনু্ষ্ঠিত। কুলিয়ারচরে পুরুষ শূন্য বাড়িতে প্রতিপক্ষের হামলায় তিন নারী আহত মাদকমুক্ত তারুণ্যই হবে আগামীর বাংলাদেশ!!! ফিলিস্তিনে হামলার প্রতিবাদে গোয়ালন্দে ব্লাড ডোনার ক্লাবের মশাল মিছিল। কচুয়ায় প্রেমিকার সাথে দেখা করতে এসে গণপিটুনিতে প্রাণ হারালেন প্রেমিক ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ অনুষ্ঠিত চিলমারীতে গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেরপুরে ২ ইউএনওসহ সহকারী কমিশনারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা জনগণের মতামত নিতে ওয়েবসাইটের মাধ্যমে জরিপ করবে ঐকমত্য কমিশন চার সন্তানের মা পাগলী,বাবা হয়নি কেউ। যুক্তরাষ্ট্রের আরও ১০০ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ

যারা আগলে রাখতে জানে।

যারা আগলে নিয়ে ভালোবাসতে জানে,

রাজপথ তাদের প্রেমিক আখ্যা দেয়।

অথচ দেখো,

প্রেম কিন্তু ভালোবাসার পথের একটা সিঁড়ি মাত্র।

ওখান দিয়ে চলে ভালোবাসতে হয়, কিন্তু ওখানে থেমে গেলে হয় না।

অনেককে বলতে শুনি,

" আগে ভালো রাখতে শেখো প্রিয়। ভালোবাসা নাহয় তার পরেই হবে।"

মজার কথা কী জানো,

ভালোবাসলে, ভালো থাকা আর হয়ে ওঠে না।

আমি বিশ্বাস করি,

যারা ভালো থাকতে চেয়েছে কেবল, তারা কখনোই ভালোবাসেনি।

ও আমায় ভালোবাসতে শিখিয়েছিল।

সে এক বর্ষার কথা।

গাঁয়ের ছোট্ট নদীতে আকাশের জল এসে পড়লে,

সে কী ভীষণ স্রোত তাতে। সব সময় ফুঁসতে থাকে।

কুঁড়েঘরে রানী থাকতে পারে না জানো,

ছোট্ট নদীতে এত জল বইতেই পারে না। পাড় ভেঙে ভেঙে পড়ে। পাড়ে বসত করা মানুষ হাঁটু ভেঙে হাতজোড় করে কাঁদতে বসে। মেঘের দেওয়াল উদ্যত তখন। ওদের কান্না উপরের মানুষটার নজরে আসে না। যেটুকু কাঁদে, বৃষ্টি এসে ধুইয়ে দেয়।

তেমনি এক বর্ষার দিনে তোমাতে আমাতে প্রথম দেখা। কী উত্তাল তুমি। আমি তো শান্ত সেই কবে থেকেই। তবুও পাড় ভেঙে তোমাতে গিয়ে পড়তে ভয় হয়নি এতটুকু। শান্ত মনে জেদ ছিল ভীষণ।

ওতেই তোমায় ভালোবেসেছি।

ভালো থাকতে চাইনি, তবে থাকতে চেয়েছি।

দামাল মানুষ টা আজ ও এক ই আছে।

সে আমার হয়েই আছে।

যেইখানে যায়, সাথে করে নিয়ে যায়।

ভাঙতে শেখায়, ভেঙে দেয় না।

ভালোবাসতে শেখায়।

ভালো রাখার চিন্তা করতে বারণ করে।

সবসময় বারণ করে।

লেখক : প্রণব মন্ডল, কবি এবং কলামিস্ট।

Tag
আরও খবর



একদিন মায়ের শাসন ও ফুরিয়ে যাবে

৩৩ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে