গাজীপুরে মহুয়া কমিউটার ট্রেনে আগুন ভ্যান চালককে খুন করে পালানোর সময় ডাকাত গ্রেফতার নন্দীগ্রামে দিগন্ত ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ আহত-৬ গাইবান্ধায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে হামলাকারীর বিরুদ্ধে মানববন্ধন। বানারীপাড়ায় গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিখোঁজ সেনবাগে কর্মরত সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র ঢাকাস্থ ঝিনাইগাতী যুব ফোরামের উন্নয়ন সংলাপ ও ঈদ পুনর্মিলনী আদমদীঘিতে যৌথ বাহিনীর অভিযানে বার্মিজ চাকুসহ আটক ১ মিল্লাত অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জের ঈদ পূনর্মীলনী অনুষ্ঠিত। লালপুর মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখা ফুচকা খেয়ে অভয়নগরে ২১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঈদের ছুটিতে সুন্দরবনে রাশিয়ার রাষ্ট্রদূতসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড় কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের ঈদ আনন্দ-উচ্ছাস উখিয়ায় মাদক কারবারি ইমাম হোসেন আটক শিক্ষার্থী ও দুরারোগ্য আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান চৌদ্দগ্রামে তারেক রহমানের ঈদ উপহার পেলে শহীদ আইয়ুবের পরিবার সাতক্ষীরায় পাটকেলঘাটায় আলামিন ফাজিল মাদ্রাসার ৪০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজশাহী কলেজে অনার্স ফরম পূরণে বাড়তি ফি, শিক্ষার্থীদের ক্ষোভ

রাজশাহী কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের ফি অন্যান্য সরকারি কলেজের তুলনায় কয়েক হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের দাবি, এই অস্বাভাবিক ফি পরিশোধ করা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।


কলেজ প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত ফরম পূরণ চলবে। পরে প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক ফি নির্ধারণ করা হয়, যেখানে দেখা যায়, রাজশাহী কলেজে বেশিরভাগ বিষয়ে ফি ৭,৫৯১ থেকে ৯,১৭১ টাকার মধ্যে রাখা হয়েছে।


অন্যদিকে, রংপুরের কারমাইকেল কলেজে একই কার্যক্রমের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৪,২৭৫ থেকে ৪,৭৫০ টাকা। এছাড়া, রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজেও একই ফরম পূরণ কার্যক্রমে ১,৮০০ থেকে ২,০০০ টাকা কম নেওয়া হচ্ছে।


এ বিষয়ে রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আব্দুল মাজেদ এক ফেসবুক গ্রুপে পোস্ট করে জানান, “রাজশাহী কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের জন্য যে অস্বাভাবিক ফি নির্ধারণ করা হয়েছে, তা পরিশোধ করা অধিকাংশ শিক্ষার্থীর জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। অনেকের পক্ষেই এই ফি দেওয়া সম্ভব নয়। তাই আমাদের উচিত শিক্ষার্থীবান্ধব ফি নির্ধারণের দাবি জানানো। এজন্য আমাদের মাননীয় অধ্যক্ষের বরাবর একটি দরখাস্ত প্রদান করা প্রয়োজন, যেখানে প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের স্বাক্ষর থাকবে।”


ফরম পূরণের অতিরিক্ত ফি প্রসঙ্গে জানতে চাইলে রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. যহুর আলী বলেন, “বিগত বছরের তুলনায় এবার ফি কমই নেওয়া হচ্ছে। অন্যান্য কলেজের সঙ্গে তুলনা করার প্রয়োজন নেই, আমাদের নিজস্ব ফি-র হিসাব অনুযায়ী তুলনা করতে হবে।”


কোন কোন খাতে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি কিছুটা বিরক্তি প্রকাশ করে বলেন, “আপনার কাছে কি কোনো প্রমাণ আছে?” এরপর তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখে পরে জানাবেন। তবে, এরপর আর তিনি কোনো যোগাযোগ করেননি।


শিক্ষার্থীরা দাবি করেছেন, এই অস্বাভাবিক ফি কমিয়ে একটি যৌক্তিক ও শিক্ষার্থীবান্ধব ফি নির্ধারণ করতে হবে। অন্যথায় তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবেন।

আরও খবর