আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস। দিবসটির স্মরণে এদিন সকাল ৮:৩০ মিনিটে স্থানীয় কাদিরগঞ্জে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এবং প্রশাসনের ঊর্ধতন কমকর্তা ও বিশিষ্ট শিক্ষকগণসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তাঁরা সেখানে শহীদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতও করেন।
পরে রাবি শিক্ষক সমিতি, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ ও বঙ্গবন্ধু পরিষদসহ অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠান শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে।
দিবসের কর্মসূচিতে আরো আছে বাদ আসর রাবি কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল ও মোনাজাত এবং সন্ধ্যায় কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা।
অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে/সাজ্জাদ হুসাইন
৩৩ দিন ১৯ ঘন্টা ২৮ মিনিট আগে
৩৫ দিন ২৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪৯ দিন ১৭ ঘন্টা ১ মিনিট আগে
৫২ দিন ৬ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫৯ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৬০ দিন ১৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৬২ দিন ৪ ঘন্টা ৫ মিনিট আগে
১১১ দিন ২ ঘন্টা ৪৩ মিনিট আগে