ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর ইউনূস ২-৪ বছর থাকলে দেশ সিঙ্গাপুর-মালয়েশিয়ার পথে এগিয়ে যাবে : ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে'

রাবির শেরে বাংলা হলে উদ্বোধন হলো ডিবেটিং ক্লাব ও হায়ার স্টাডি এন্ড ক্যারিয়ার ক্লাব

ছবি: দেশচিত্র

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা ফজলুল হক হলে একই সাথে উদ্বোধন হলো "শেরে বাংলা হল ডিবেটিং ক্লাব" ও "শেরে বাংলা হল হায়ার স্টাডি এন্ড ক্যারিয়ার ক্লাব" 


শনিবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে দশটায় শেরে বাংলা হল ডিবেটিং ক্লাব ও শেরে বাংলা হল হায়ার স্টাডি এন্ড ক্যারিয়ার ক্লাবের শুভ উদ্বোধন ও প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠানে এ দুটি ক্লাবের যথাক্রমে ২৩ ও ২৪ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলটির প্রাধ্যক্ষ ড. মোঃ হাবিবুর রহমান, প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠানে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রাদিয়া আওয়াল তৃষা, এছাড়াও অনুষ্ঠানে হলটির আবাসিক শিক্ষক নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সানজিদ রহমান শাওন সহ হলের কর্মকর্তা ও কর্মচারীরা।

উক্ত অনুষ্ঠানে ক্লাব দুটির কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও হলের প্রাধ্যক্ষ ড. হাবিবুর রহমান।

শেরে বাংলা হল ডিবেটিং ক্লাব এর সভাপতি করা হয়, ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোঃ শফিকুল ইসলামকে, ও সাধারণ সম্পাদক করা হয় দর্শন বিভাগের একই শিক্ষাবর্ষের নিলয় সাহাকে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি- সাকিব রেজা (বিতর্ক) ও আলামীন ফরাজি (প্রশাসন), যুগ্মসাধারণ সম্পাদক- মোঃ আরাফি সিরাজী ও মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক- আহ্নিক চাকমা, কোষাধ্যক্ষ- মোঃ মামুন মিয়া, হেড অব ডেভলপমেন্ট এন্ড প্ল্যানিং- মনিভূষণ রায়, হেড অব ডিবেট- তামিম হোসেন, হেড অফ সেশন ম্যানেজমেন্ট- বিল্লাহ হোসেন, হেড অব ইভেন্ট- সামি এম সাজিদ, হেড অব কমিউনিকেশন- গোলাম হোসেন, হেড অব পাবলিকেশন্স এন্ড পাবলিসিটি- ফাইন হোসেন, হেড অব প্রমোশন এন্ড ব্র্যান্ডিং- মানিক মিয়া, নির্বাহী সদস্য- শাহরিয়ার কবির রাহাত, মোঃ আল মেহদী, মোঃ মজিদ ইসলাম, মোঃ আব্দুল্লাহ, মোঃ আরমান হোসেন, মোঃ শাহনেওয়াজ ইমরান, অংকীয়া, রবিউল ইসলাম।



শেরে বাংলা হল হায়ার স্টাডি এন্ড ক্যারিয়ার ক্লাবের সভাপতি করা হয়, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোঃ তরিকুল ইসলামকে ও সাধারণ সম্পাদক করা হয় ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের গোলাম মোস্তফাকে।

উক্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি- রাফিজুল ইসলাম তৌফিক ( সংগঠন) ও মনিভূষণ রায় (প্রশাসন), যুগ্ম সাধারণ সম্পাদক- আবদুল্লাহ আল মামুন ও মাহবুব আলম, কোষাধ্যক্ষ- আল আমিন ফরাজি, হেড অব ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ- মোঃ আল মেহেদী, হেড অব ক্যারিয়ার কাউন্সিলিং- মোঃ শফিকুল ইসলাম, হেড অব সেশন ম্যানেজমেন্ট- তামিম হোসেন, হেড অব ইভেন্ট- বিল্লাল হোসেন, হেড অব আইটি- আহ্নিক চাকমা, হেড অব একাডেমিক অ্যাফেয়ার্স- মোঃ মজিদ ইসলাম, হেড অব প্রমোশন এন্ড ব্র্যান্ডিং- সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য- নিলয় সাহা, আরমান হোসেন, বিপ্লব রায়, মোঃ মহিউদ্দিন, মোঃ ইয়াসিন আরাফাত, রক্তিম, মামুন, মোমিনুল ও মানিক।



উল্লেখ্য, ১৯৬২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা ফজলুল হক হল প্রতিষ্ঠিত হলেও ছিল না কোনো হল ভিত্তিক ক্লাব কিংবা সংগঠন, শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে হলটির বর্তমান প্রাধ্যক্ষ ড. মোঃ হাবিবুর রহমান নিজ উদ্যোগে ক্লাব দুটির যাত্রা শুরু করেন বলে জানান শিক্ষার্থীরা।


প্রাধ্যক্ষ ড. মোঃ হাবিবুর রহমান বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি করতে ও পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার ডেভলপমেন্টের প্রয়োজনীয়তা উপলদ্ধি করতে পেরে এ সিদ্ধান্ত নিই, শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছে।

আরও খবর