লিও ক্লাব অব ঢাকা ওয়ান প্লাসের ২০২২-২০২৩ কার্যবর্ষের 'চার্টার বোর্ড কমিটি' ঘোষণা করা হয়েছে।
যেটি স্পন্সর করেছে বাংলাদেশের লায়ন্স অঙ্গনের সেবামূলক কাজে সবার সেরা "লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়ান প্লাস" জেলা ৩১৫এ১, বাংলাদেশ।
রবিবার (২৬ ই ফেব্রুয়ারি) লিও ক্লাব অব ঢাকা ওয়ান প্লাস এর সম্মানিত উপদেষ্টা লায়ন কাজী জিয়াউদ্দিন বাসেত এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্লাবটির প্রেসিডেন্ট লিও আল-আমিন রাফির মাধ্যমে লিও ক্লাব অব ঢাকা ওয়ান প্লাস এর ২০২২-২০২৩ বর্ষের জন্যে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।
নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন চার্টার প্রেসিডেন্ট লিও মোঃ আল-আমিন রাফি, চার্টার ভাইস-প্রেসিডেন্ট লিও মোঃ সাকিব হাছান জিতু ও লিও ইউসা ইসলাম ফাহিম; চার্টার সেক্রেটারি লিও মোঃ ফয়সাল কানন, চার্টার জয়েন্ট সেক্রেটারি লিও সাদিয়া জাহান তুবা, চার্টার ট্রেজারার লিও নাইমুর হোসাইন, চার্টার জয়েন্ট ট্রেজারার লিও আনিকা তাবাসসুম , চার্টার সিস্টার লিও কো-অর্ডিনেটর লিও মাসুমা আক্তার, চার্টার আইটি সেক্রেটারি লিও আরাফাত হোসাইন, চার্টার কালচারাল সেক্রেটারি লিও উম্মে কুলসুম জনি, চার্টার টেইল টুইস্টার লিও নওরিন জাহান রিয়া, চার্টার টেমার লিও মোঃ ওয়াকিল ইসলাম, চার্টার মাই লায়ন অ্যাডভোকেট লিও মোঃ লিমন আহমেদ, চার্টার প্রটোকল অফিসার লিও নুসরাত জাহান নিপা,চার্টার ক্লাব সার্ভিস ডিরেক্টর নাজমুল আলম ভূইয়া, চার্টার ইন্টারন্যাশনাল এফেয়ার ডিরেক্টর লিও মোঃ ইয়াসিন, চার্টার গ্রাফিক্স ডিজাইনার নাহিদ ইসলাম মেহেদী।
উল্লেখ্য ,প্রতিনিয়ত পরিবর্তনশীল এই পৃথিবীতে সঠিক নেতৃত্ব তৈরীর মূল লক্ষ্য নিয়ে লিও ক্লাব অব ঢাকা ওয়ান প্লাস প্রতিষ্ঠিত হয়।
৪০ দিন ১২ ঘন্টা ১৩ মিনিট আগে
৪২ দিন ১৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
৫৬ দিন ৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫৮ দিন ২৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৬৫ দিন ২০ ঘন্টা ৩৭ মিনিট আগে
৬৭ দিন ৬ ঘন্টা ৩৩ মিনিট আগে
৬৮ দিন ২০ ঘন্টা ৫১ মিনিট আগে
১১৭ দিন ১৯ ঘন্টা ২৯ মিনিট আগে