শিশু পার্কে জমজমাট ক্রিকেট উৎসব! ভাইজোড়া রাইডার্স চ্যাম্পিয়ন
পিরোজপুর: পিরোজপুর পৌরসভার শিশু পার্ক মাঠে রিপন মেমোরিয়াল ফ্রেন্ডস সোসাইটির আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত শর্ট-পিস ক্রিকেট টুর্নামেন্টে ক্রীড়া প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসবের সৃষ্টি হয়েছে। গত ২২ ও ২৩ নভেম্বর অনুষ্ঠিত এই দুই দিনের টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহণ করে।
তীব্র প্রতিযোগিতার পর ফাইনালে মুখোমুখি হয় ভাইজোড়া রাইডার্স এবং বাংলা টাইগার্স। নির্ধারিত ৮ ওভারে ভাইজোড়া রাইডার্স ৮৪ রান করে। জয়ের জন্য ৮৫ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও বাংলা টাইগার্স ১৪ রানে হেরে যায়। ফলে চ্যাম্পিয়ন হয় ভাইজোড়া রাইডার্স।
ম্যান অফ দ্য ম্যাচ: ভাইজোড়া রাইডার্সের রাকিব
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: বাংলা টাইগার্সের সানজিদ
পিরোজপুর জেলা দলের সুযোগ্য ক্যাপ্টেন লিংকন দে সঞ্জয়ের দক্ষতায় টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে পরিচালিত হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে নগদ পুরস্কার প্রদান করা হয়।
আয়োজক কমিটির পরিচালকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় যুবকদের মধ্যে ক্রীড়া চেতনা জাগিয়ে তোলা এবং তাদেরকে সুস্থ বিনোদনের দিকে উৎসাহিত করা হয়েছে। তারা সবার সহযোগিতায় ভবিষ্যতে আরো বড় ধরনের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছেন।
১২৩ দিন ১৫ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩৫৫ দিন ৪ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩৫৫ দিন ১৯ ঘন্টা ৫৬ মিনিট আগে
৫৬৬ দিন ৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫৬৮ দিন ৫ ঘন্টা ৪৭ মিনিট আগে