প্রকাশের সময়: 20-08-2023 01:00:35 pm
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এর জেনারেল এডুকেশন বিভাগ (জিইডি) জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচী পালন করে। কর্মসূচীর অংশ হিসেবে মুক্তিযুদ্ধ যাদুঘর কেন্দ্রিক দুটি শিক্ষা সফরের আয়োজন করে। ১২ই আগস্ট তাদের সফরে, শিক্ষার্থীরা প্রথমে ‘হাসিনা: এ ডটারস টেল’শিরোনামে ডকুমেন্টারি উপভোগ করে যা মুক্তিযুদ্ধ জাদুঘর জাতীয় শোক দিবসের অংশ হিসেবে আয়োজন করে। এদিনে The Paradigm Shift of Bangladesh’s Politics Due to the Killing of Bangabandhu: Effect and Reaction শিরোনামে একটি একাডেমিক সেমিনারে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। আগস্ট শিক্ষার্থীদের অংশগ্রহনে যাদুঘরে আরো একটি শিক্ষা সফরের আয়োজন করা হয়। ১৪ আগস্ট ইউল্যাব ক্যাম্পাসে দুটি সেমিনারের আয়োজন করে জিইডি ।
সেমিনারগুলো ছিল 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: মুক্তিযুদ্ধের সময় ও পরে মালয়েশিয়ার উদ্বেগ' এবং 'বঙ্গবন্ধু: জীবন ও কর্ম।' উভয় অধিবেশনের সূচনা হয় ইউল্যাবের সাধারণ শিক্ষা বিভাগের প্রধান অধ্যাপক ড. শাহনাজ হুসনে জাহানের বক্তব্যের মাধ্যমে। প্রফেসর শাহনাজ মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বের উপর জোর দেন এবং বলেন ছাত্রদের নিরপেক্ষভাবে এবং তাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে ইতিহাস বিশ্লেষণ করা উচিত। প্রথম সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের শিক্ষক এম শহীদুল ইসলাম খোন্দকার। তিনি তার প্রবন্ধে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া মুক্তিযুদ্ধের সময় ও পরে বাংলাদেশকে নিয়ে কীভাবে উদ্বিগ্ন ছিল বা সহায়তা করেছিলো তা তুলে ধরেন।
২২৬ দিন ৬ ঘন্টা ৩০ মিনিট আগে
৩৪৮ দিন ১ ঘন্টা ১৩ মিনিট আগে
৩৭১ দিন ২০ ঘন্টা ৪২ মিনিট আগে
৩৮৮ দিন ১৫ মিনিট আগে
৪০৭ দিন ৭ ঘন্টা ৪১ মিনিট আগে
৪০৭ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪০৯ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে
৪৯৫ দিন ১ ঘন্টা ৪১ মিনিট আগে