বগুড়ার আদমদীঘিতে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে আদমদীঘির পশ্চিম বাজার ব্রিজের নিকট থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির সিংগাহার গ্রামের জালাল মিয়ার ছেলে লাল মিয়া ও এমদাদুল সরদারের ছেলে রনি সরদার। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির পশ্চিম বাজার ব্রিজের নিকট পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি কালে উল্লেখিত দুই যুবক সান্তাহার থেকে মোটরসাইকেল যোগে আদমদীঘি আসার পথে তল্লাশি করে তাদের প্যান্টের পকেটে লুকানো ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।