বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলন সুরক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকলের সহযোগিতায় বগুড়া জেলাকে দুনীতি ও মাদকমুক্ত হিসাবে গড়তে চাই। মাদক বিক্রেতা ও সেবনকারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। তিনি আরো বলেন, সকল সরকারি দপ্তরে সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত হারে অর্থ আদায় করা হলে তা কঠোর ভাবে দমন করা হবে। বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই যেন সঠিক ভাবে হয়। ভুয়া কাগজে কেউ যেন প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকায় আসতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে।
তিনি আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে আদমদীঘি উপজেলা প্রশাসন আয়োজিত সভাকক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সুধিজনদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার বি-সার্কেল নাজরান রউফ, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার, জামায়াতের সাবেক আমির হাফেজ আতোয়ার হোসেন, সাবেক মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, অধ্যক্ষ মশিউর রহমান, ওসি এসএম মোস্তাফিজুর রহামন, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, সাবেক কমান্ডার আব্দুল হামিদ,ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, শিক্ষার্থি আল ফাহাদ প্রমুখ।
পরে প্রধান অতিথি ১০ প্রতিবন্ধীকে ১০টি হুইল চেয়ার ও ১০ নারী সুবিধাভোগিদের মাঝে ১০টি সেলাই মেশিন প্রদান করেন। এচাড়া জেলা প্রশাসক দিন ব্যাপি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন।
১ দিন ১৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬ দিন ১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ৫৬ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
১০ দিন ৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
১১ দিন ৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
১১ দিন ৫ ঘন্টা ৪২ মিনিট আগে
১২ দিন ৭ ঘন্টা ৩৫ মিনিট আগে