আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ট্রেনে অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকাগামি আন্ত:নগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে উল্লেখিত পরিমান ফেনসিডিল উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, নিলফামারী জেলার সৈয়দপুর উপজেলার গোলাহাট বিহারী ক্যাম্প এলাকার আজাদের স্ত্রী গুরিয়া পারভিন (৪৫) ও দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ঝাউবন কালিবাড়ী এলাকার মাসুদ রানার স্ত্রী ফেন্সি আরা বেগম (৩৫)। এ ঘটনায় রাতে সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানায় একটি মামলা হয়েছে।
সান্তাহার রেলওয়ে পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামি আন্ত:নগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের মাদকের চালান যাচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ মাদক উদ্ধারে তৎপর হন। গত মঙ্গলবার দুপুরে ট্রেনটি সান্তাহার রেলওয়ে স্টেশনের ৩নং প্লাটফরমে পৌঁছিলে রেলওয়ে পুলিশ ওই ট্রেনে অভিযান চালান। অভিযান কালে ট্রেনের ‘ড’ নম্বর বগি থেকে যাত্রী বেশে থাকা উল্লেখিত দুই নারীর ব্যাগ তল্লাশি করে ১১০ বোত ফেনসিডিল উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানায়, গ্রেপ্তারকৃত দুই নারী মাদক কারবারিকে গত বুধবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
১ দিন ১৯ ঘন্টা ৫০ মিনিট আগে
৬ দিন ১ ঘন্টা ৪১ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
১০ দিন ৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
১১ দিন ৫ ঘন্টা ৪১ মিনিট আগে
১১ দিন ৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
১২ দিন ৭ ঘন্টা ৩৮ মিনিট আগে