আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনের অদুরে চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে সাইফুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। শনিবার (৪ মার্চ) বিকেল ৩টায় উপজেলার পোঁওতা রেলগেট নামকস্থানে খুলনাগামী রকেট মেইল ট্রেনে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম নওগাঁ সদরের দীঘা গ্রামের আশরাফুলের ছেলে। কি কারনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শিরা জানায়, সাইফুল ইসলাম নামের ওই ব্যক্তিটি সান্তাহার স্টেশনের অদুরে আদমদীঘির পোঁওতা রেলগেট এলকায় ঘোরাফেরা করছিল। এসময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনটি পোওতা রেলগেটে পৌঁছামাত্র সাইফুল ইসলাম নোমর ওই ব্যক্তি চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মরদেহ খন্ডবিখন্ড হয়। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
১ দিন ১৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
৬ দিন ১ ঘন্টা ৩৬ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ৫৩ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
১০ দিন ৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
১১ দিন ৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
১১ দিন ৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
১২ দিন ৭ ঘন্টা ৩৩ মিনিট আগে