আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গার বালুয়া নদীতে বাশিরাম স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে মহিষাডাঙ্গা পুজা উদযাপন পরিষদ ও মহিষাডাঙ্গা বলাকা যুব সংঘের যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
হাজার হাজার দর্শকের উপচে পড়া ভীড়ে অনুষ্ঠিত প্রতিযোগীতায় সোনা বাধাল, মহিষাডাঙ্গা, কুলপোতা, শাহাপুর, বারানগর, খাশেরাবাদ ও মেষারডাঙ্গা নৌকা দল অংশগ্রহণ করে। সোনা বাধাল নৌকা দল ১ম স্থান ও কুলাপোতা নৌকা দল দ্বিতীয় স্থান অধিকার করে।
প্রভাষক হিরুলাল বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন, জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারের পিতা অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার। বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি ফেরদৌস পলাশ, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, আশাশুনি থানার সেকেন্ড অফিসার এসআই আবু হানিফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য প্রার্থী মহিতুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ প্রতিষ্ঠাতা সভাপতি এসএম সাহেব আলী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য, মহিষাডাঙ্গা বলাকা যুব সংঘের সভাপতি নিমাই বিশ্বাস, সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস, নিরাপদ সরকার প্রমূখ।