আশাশুনিতে উপকূলীয় এলাকায় ইকো-সিস্টেম
পুনরুদ্ধার ও ব্যবস্থপনা এবং জেন্ডার ন্যায্যতা বিষয়ক প্রকল্প অবহিতকরণ ও
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার
সকাল ১১ টায় আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে 'ব্রেকিং দ্য
সাইলেন্স এর ব্লু ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্ল্যাইমেট' জাস্টি
(বিআইডি৪সিজে) প্রকল্পের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার
এস, এম এনামুল ইসলাম। অক্সফাম বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ান এইড এর সহযোগিতায়
ও প্রকল্পের প্রজেক্ট অফিসার আব্দুল খালেকের সঞ্চালনায় এবং ফিল্ড অফিসার
নাসরিন সুলতানার ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মু.
রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস, এম আজিজুল হক, মহিলা বিষয়
কর্মকর্তা সাইদুল ইসলাম, মৎস্য দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার রত্না সাহা,
ইউপি চেয়ারম্যান আল. দাউদ ঢালী, প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, আশাশুনিয়ে
প্রেসক্লাবের সভাপতি জি, এম আল ফারুক, সাবেক সভাপতি জি, এম মুজিবুর রহমান ও
এস, এম আহসান হাবিব, সাধারণ সম্পাদক এসকে হাসান, মৌমাছি'র সুশান্ত মল্লিক
সহ বিভিন্ন অফিসের প্রতিনিধি, ইউনিয়নের জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধিগন।
ইজেক্টর ও স্কিপ বিতরন করে প্রকল্পের কার্যক্রম নিয়ে বিস্তারিত অবহিত করেন,
প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মিরাজ উদ্দিন তালুকদার। সভায় আশাশুনি সদর,
শোভনালী, প্রতাপনগর, খাজরা, আনুলিয়া, শ্রীউলা ও বড়দল ৭ ইউনিয়নে প্রকল্পের
কার্যক্রম প্রচলিত হবে বলে জানান হয়। প্রসঙ্গত. প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে
জেন্ডর ন্যায্যতা এবং উপকূলীয় প্রান্তিক জনগণের জীবন ও জীবিকার মান
উন্নয়নে সহায়তা, ক্ষতিগ্রস্থ ইকো-সিস্টেম পুনরুদ্ধার ও ব্যবস্থাপনা এবং
পরিবেশ বান্ধব ব্যবসা-বাণিজ্য প্রসারে সহযোগিতা করা। সভায় উপকূলীয় এলাকার
ইকো-সিস্টেম পুনরুদ্ধার ও ব্যবস্থাপনায় করণীয় বিষয়ক মতবিনিময় এবং আলোচনা
করা হয়। #