আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা ফকিরবাড়ী হাই স্কুলের অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্নভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে।
স্কুলের ৪৫৬ জন ভোটারের মধ্যে ২৫৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ৩৩ টি ভোট বাতিল করা হয়। চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা সমর্থিত প্যানেলে সাধারণ অভিভাবক সদস্য পদে নজরুল ইসলাম ১৬৩ ভোট, এসএম জুলফিকার আলী ১৬৩ ভোট, চন্দ্রকান্ত মন্ডল ১৬০ ভোট, রিপন গাজী ১৫৯ ভোট ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে চামেলী রানী সরদার ১৫৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। প্রতিদ্বন্দ্বি মহিউদ্দীন ফকির প্যানেলে রবিউল ইসলাম ৭৪ ভোট, এসএম হাবিবুল্লাহ ৬৮ ভোট, আবু হাসান ফকির ৬২ ভোট, শংকর প্রসাদ মন্ডল ৫৩ ভোট ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে রোজিনা খাতুন ৮৫ ভোট পান।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ হাসানুজ্জামান। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন আশাশুনি থানার এসআই নজরুল ইসলাম, এএসআই ইমরান হোসেন। বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফকির, স্কুলের সাবেক সভাপতি আবুল কালাম, ইউপি সদস্য রকিবুজ্জামান, হাফিজা খাতুন তমা, প্রধান শিক্ষক প্রমুখ ভোট চলাকালে উপস্থিত ছিলেন।
১১ ঘন্টা ৩১ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৫০ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৫২ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ২৭ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ১৬ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ১ মিনিট আগে