আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়ায় ৩৫ বছর বয়স উর্দ্ধ খেলোয়াড় সমন্বয়ে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্ট এর ৩য় খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকালে কুঁন্দুড়িয়া পিএন হাই স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
পাইথালী মিলন মহল ক্লাব ও কুঁন্দুড়িয়া উদয়ন সংঘের আয়োজনে প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় আশাশুনি ফুটবল একাদশ ও মেম্বার শীষ মোহাম্মদ জেরীর নেতৃত্বে গাজিরহাট ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় গাজিরহাট ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে আশাশুনি দলকে পরাজিত করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিয়াবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস কে হাসান, সিভিল সার্জন অফিসের কোষাধ্যক্ষ মসিবুর রহমান, ইউপি সদস্য আলতাফ হোসেন, বিআরডিবি অফিস সহকারী পিন্টু কুমার দাশ প্রমূখ। খেলা পরিচালনা করেন আলমগীর হোসেন। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন ও রবিউল ইসলাম। সার্বিক পরিচালনায় ছিলেন টুর্নামেন্টের সভাপতি আরিফুল ইসলাম ও মিলন মহল যুব সংঘের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যানের সিএ নাজমুল হুদা।
২২ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৩১ মিনিট আগে
১০ দিন ২০ মিনিট আগে