পীরগাছার সন্তান নাজমুচ্ছাকিব ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক হওয়ায় উপজেলা ছাত্রদলের সংবর্ধনা সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. শহিদুল আলমের কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় অভয়নগরে ইহইয়াঊল উলুম মাদ্রাসার বয়স্ক ছাত্রদের বিরল কৃতিত্ব মৌলভীবাজারে তাপদাহ ও বৃষ্টির অভাবে চা শিল্পে ক্ষতির শঙ্কা ঈশ্বরগঞ্জে ঈদের বন্ধের মাঝেও পরিবার পরিকল্পনা বিভাগের স্বভাবিক প্রসূতি সেবা অব্যাহত মধুপুরে মহা অষ্টমীতে বংশাই নদীতে পুণ্যার্থীদের ঢল কিশোর চালককে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট, থানায় অভিযোগ দেশের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি রাশেদ ঈশ্বরগঞ্জের লাঠিয়ামারী অষ্টমী স্নান ঘাটে গঙ্গাঁ মন্দিরের উদ্বোধন পঙ্গু হাসপাতালে সড়ক দুর্ঘটনা রোগীদের চাপ ; গত আট দিনে ১০৮৫ জন রোগী ভর্তি খুরুশকুলে অপহরণকারীদের কবল থেকে কিশোর উদ্ধার, মূল হোতা হৃদয় পলাতক হাসিনার প্রত্যর্পণের বিষয়ে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না সরকারের কাছে যথেষ্ট খাদ্যশস্য মজুত রয়েছে: খাদ্য উপদেষ্টা দৌলতদিয়া যৌনপল্লীতে গলায় ফাঁস নিয়ে যৌনকর্মীর আত্মহত্যা। ঈশ্বরগঞ্জে অষ্টমী স্নান করতে এসে পূণ্যার্থীর মৃত্যু ঈদের চারদিন পার হলেও দৌলতদিয়া ঘাট শহর মুখী মানুষের ভীর। আক্কেলপুর আওয়ামীলীগ নেতা মেয়র শহীদুল আলমের ভাইয়ের পা রগ কাটল দুর্বৃত্তরা আশাশুনির বিছট খোলপেটুয়া নদী ভাঙ্গনের রিং বাঁধ ৫ দিন পর অবশেষে সম্পন্ন । দোয়ারাবাজারে আওয়ামীলীগ নেতা ফারুক মাষ্টার গ্রেফতার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার

আশাশুনিতে টিসিবি’র পণ্য উদ্ধার ইউপি মেম্বর আহত

আশাশুনি উপজেলার শোভনালীতে চোরাই পথে বিক্রী করা টিসিবি’র পণ্য উদ্ধার করা হয়েছে। এঘটনায় স্থানীয় ইউপি সদস্য উদয় কান্তি বাছাড় আহত হয়েছেন। উদ্ধারকৃত মালামাল পুলিশ জব্দ করেছে। সোমবার (৩০ অক্টোবর) ভোর ৬ টার দিকে শোভনালী ইউনিয়ন পরিষদ ও কামালকাটি মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এঘটনা ঘটে।
গ্রাম পুলিশ আবু হাসান ও কামালকাটি গ্রামের আঃ খালেক সরদারের ছেলে রবিউল ইসলাম জানান, রবিবার রাত্র ১২ টার দিকে মেম্বর উদয় কান্তি বাছাড় ও তার ছেলেকে পরিষদ থেকে তেলের বোতল হাতে বেরিয়ে যেতে দেখে এত রাতে কেন এভাবে বেরুচ্ছে সন্দেহ হলে ৯৯৯ নম্বরে কল করি। পুলিশ বিষয়টি আমলে নিয়ে যোগাযোগ করে আমাদেরকে বাড়িতে পাঠান। সোমবার ভোর ৬ টার দিকে রবিউল দেখতে পান হানিফের সহায়তায় পরিষদের পিছনে মেম্বার ও মেম্বারের স্ত্রী মালামাল নিয়ে যাচ্ছেন। তখন লোকজনকে খবর দিয়ে পিছু নিলে ইয়াছিনের পরিত্যাক্ত দোকানের পিছনে মালামাল ফেলে তারা পালিয়ে যায়। বাড়ির সামনে গিয়ে মেম্বার দ্রুত মোটর সাইকেলে পালানোর সময় সন্যাসীরচক গ্রামে রাস্তার বালিতে চাকা আটকে পড়ে গেলে তিনি আহত হন। তাকে উদ্ধার করে মোটর সাইকেলে পরিষদের সামনে আনলে পরিবারের লোকজন চিকিৎসার জন্য তাকে নিয়ে যায়। তার মোটর সাইকেলটি পরিষদে রাখা হয়েছে। পরে থানার এসআই মুহিতুর রহমান ঘটনাস্থানে গিয়ে দোকানের পিছন থেকে ও হাই স্কুলের সিড়ির নিচের কক্ষ থেকে ৪৪ কেজি ডাউল, ২৬ লিটার সোয়াবিন তেল, ২২ কেজি চিনি উদ্ধার করেন। তাদের ধারনা তল্যাসি করলে আরো মালামাল পাওয়া যেতে পারে। এঘটনাটি এলাকায় ব্যাপক আলোচিত হচ্ছে। দিনভর প্রতিবাদী মানুষ ও উৎসুক জনতা পরিষদ এলাকায় জড়ো হয়ে নানা অভিযোগের কথা উল্লেখ করে আলোচনা সমালোচনা করছিল। তাদের মুখে মুখে মেম্বারকে আইনের আশ্রয় আনা এবং টিসিবি’র ডিলারের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহনের দাবী জানান হয়। টিসিবির মাল বিক্রয়কালে প্রতিজনের নিকট থেকে ৪০৫ টাকার স্থলে ৪২০ টাকা করে আদায় করার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিতেও জোর দাবী জানান তারা।
মেম্বার উদয় কান্তি বাছাড়ের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ পরিকল্পিত ভাবে মেম্বরারকে পথে আটকে মারপিট করেছে এবং টিসিবি'র পণ্য আত্মসাতের অভিযোগ করছে। এব্যাপারে তারা থানায় মামলা দায়ের করবেন বলে জানান।
ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক বলেন, সকালে ফোনে জানতে পারি প্রশাসন পরিষদে রেড দেবে। আমি বলি আমার পরিষদে কোন অনিয়ম করা হয়নি, হবেও না। প্রশাসন রেড দিতে পারে। পরে জানতে পারলাম বিভিন্ন স্থানে টিসিবির মাল পাওয়া গেছে। এবং ঘটনার সাথে আমার পরিষদের এক মেম্বার জড়িত। যেহেতু পরিষদের মধ্যের ঘটনা নয় সেহেতু আমার কিছু করার নেই। তবে অভিযোগ সত্য হলে প্রশাসনকে সকল প্রকার সহযোহিতা করা হবে।
এসআই মুহিতুর রহমান জানান, কিছু মালামাল উদ্ধার হয়েছে, এখনো তদন্ত কার্যক্রম চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

Tag
আরও খবর