পীরগাছার সন্তান নাজমুচ্ছাকিব ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক হওয়ায় উপজেলা ছাত্রদলের সংবর্ধনা সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. শহিদুল আলমের কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় অভয়নগরে ইহইয়াঊল উলুম মাদ্রাসার বয়স্ক ছাত্রদের বিরল কৃতিত্ব মৌলভীবাজারে তাপদাহ ও বৃষ্টির অভাবে চা শিল্পে ক্ষতির শঙ্কা ঈশ্বরগঞ্জে ঈদের বন্ধের মাঝেও পরিবার পরিকল্পনা বিভাগের স্বভাবিক প্রসূতি সেবা অব্যাহত মধুপুরে মহা অষ্টমীতে বংশাই নদীতে পুণ্যার্থীদের ঢল কিশোর চালককে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট, থানায় অভিযোগ দেশের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি রাশেদ ঈশ্বরগঞ্জের লাঠিয়ামারী অষ্টমী স্নান ঘাটে গঙ্গাঁ মন্দিরের উদ্বোধন পঙ্গু হাসপাতালে সড়ক দুর্ঘটনা রোগীদের চাপ ; গত আট দিনে ১০৮৫ জন রোগী ভর্তি খুরুশকুলে অপহরণকারীদের কবল থেকে কিশোর উদ্ধার, মূল হোতা হৃদয় পলাতক হাসিনার প্রত্যর্পণের বিষয়ে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না সরকারের কাছে যথেষ্ট খাদ্যশস্য মজুত রয়েছে: খাদ্য উপদেষ্টা দৌলতদিয়া যৌনপল্লীতে গলায় ফাঁস নিয়ে যৌনকর্মীর আত্মহত্যা। ঈশ্বরগঞ্জে অষ্টমী স্নান করতে এসে পূণ্যার্থীর মৃত্যু ঈদের চারদিন পার হলেও দৌলতদিয়া ঘাট শহর মুখী মানুষের ভীর। আক্কেলপুর আওয়ামীলীগ নেতা মেয়র শহীদুল আলমের ভাইয়ের পা রগ কাটল দুর্বৃত্তরা আশাশুনির বিছট খোলপেটুয়া নদী ভাঙ্গনের রিং বাঁধ ৫ দিন পর অবশেষে সম্পন্ন । দোয়ারাবাজারে আওয়ামীলীগ নেতা ফারুক মাষ্টার গ্রেফতার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার

আশাশুনিতে জেলা পরিষদের পুকুরের সুপেয় পানির সোলার সিস্টেম চুরি

আশাশুনিতে জেলা পরিষদের অর্থায়নে পুকুরে সুপেয় পানির প্লান্টের সোলার সিস্টেমের মূল্যবান সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। মালামাল চুরি করেছেন কাজের সাথে জড়িত উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের ম্যাকানিক খালেক নেহেমুদ সুজন। ফলে উপজেলার বিভিন্ন স্থানে জেলা পরিষদের পুকুরের পানি সরবরাহ সিস্টেম অকেঁজো হয়ে পড়ায় মানুষ সুপেয় পানি বঞ্চিত হচ্ছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আশাশুনির তত্ত্বাবধানে জেলা পরিষদ সাতক্ষীরার অর্থায়নে প্রায় ২ বছর আগে শ্রীউলায় জেলা পরিষদের পুকুর খনন, কাটা তারের বেড়া ও এলাকার মানুষের সুপেয় পানি ব্যবস্থার জন্য সোলার সিস্টেম পানির প্লান্ট করা হয়। এলাকার মানুষের মধ্যে সুপেয় পানির ব্যবস্থা হওয়ায় স্বস্তি ফিরে এসেছিল। কিন্তু কিছুদিন আগে ম্যাকানিক সুজন গোপনে সোলার সিস্টেমের ১টি ১২ ভোল্টের ব্যটারী, ২টি সোলার প্যানেল, ১টি পানির সুইজ, মোটর ও টিউবওয়েল খুলে চুরি করে নিয়ে আসে। এগুলো বাড়িতে নেয়ার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পুরনো বিল্ডিং এর একটি নির্জন স্থানে ব্যাটারী, প্যানেল ও সুইজ লুকিয়ে রাখে। অন্যগুলো বিক্রয় করে আত্মসাৎ করা হয়েছে। পুকুরের পাশের কেউ বিষয়টি জানতে পেরে প্রচার করলে খোজাখোজ শুরু হয়। তখন সুজন বিষয়টি ধামাচাপা দিতে মডেল প্রাথমিক বিদ্যালয়ের একজনের মাধ্যমে চেষ্টা চালায় বলে অভিযোগ রয়েছে। ফলে উপজেলার বিভিন্ন পুকুরের পানির প্লান্ট অকেঁজে হয়ে পড়েছে।
এব্যাপারে জেলা পরিষদ ডাক বাংলোর কেয়ার টেকার তরিকুল ইসলাম জানান, সুজন যে সব মালামাল নিয়ে এসেছে তা জানার পর জেলা কর্মকর্তাদের জানানো হয়। তারা সেগুলো পুনরায় যথাস্থানে লাগিয়ে অ্যাকটিভ করে দিতে বলেছেন। কিন্তু মোটর ও টিউবওয়েল না থাকায় সেটি চালু করা সম্ভব হচ্ছেনা।
এলাকাবাসী জানান, সুজন কেবল শ্রীউলাতে নয় অনেক স্থানে অপরাধমূলক কাজ করেছে। বড়দল ইউনিয়নে বুড়িয়া ও বুধহাটা ইউনিয়নের পাইথালীতে জেলা পরিষদের পুকুরের মালামাল চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাদের প্রশ্ন চুরির ঘটনার বিচার না করে চোরাই মাল দিয়ে এ্যাকটিভ করিয়ে নেওয়ার চেষ্টার কারন কি? চোরকে প্রশ্রয় দিয়ে আরো অঘটন ঘটাতে সহায়তা করার পিছনে হেতু কি? এর হেতু এলাকাবাসী জানতে চায়।
এব্যাপারে মাননীয় জেলা প্রশাসক ও জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

Tag
আরও খবর