আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে এক হাফেজী মাদ্রাসার ছাত্র চরম পৈশাচিকতার শিকার হয়েছে। রবিবার দুপুরে ইউনিয়নের চিলেডাঙ্গা মোড়ের কাছে এ ঘটনা ঘটে।
খাজরা ইউনিয়নের খালিয়া গ্রামের শাহ আলমের ছেলে স্বাধীন হোসেন পিতা-মাতার ছাড়াছাড়ির পর নানার কাছে রয়েছে। তাকে বুধহাটার চিলেডাঙ্গা মোজাদ্দেদীয়া হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করা হয়। ঘটনার দিন সে আলিপুর গ্রামে খালু জাহিদুল ইসলামের বাড়ি থেকে মাদ্রাসায় ফেরার পথে দুপুর ১২ টার দিকে চিলেডাঙ্গা মোড়ে নামে। সেখানে যাত্রী ছাউনিতে যানবাহনের অপেক্ষায় থাকাকালে পায়খানা চাপলে পাশে দু’জনের কাছে তার ব্যাগ রেখে পায়খানা করতে যায়। চিলেডাঙ্গাগামী রাস্তার পাশে মৎস্য ঘেরের বাসার কাছে পায়খানা শেষ করে ফেরার পথে অজ্ঞাত দু’ব্যক্তি ওখানে পায়খানা করলি কেন? প্রশ্ন করে বড় মাটির চাপ দিয়ে তার মাথায় আঘাত করে এবং তার হাত-পা নেটের জালের অংশ বিশেষ দিয়ে শক্ত করে বেধে মঞ্জু সানার মাছের ঘেরের বাসায় ফেলে রেখে চলে যায়। সেই থেকে অসহায় শিশু স্বাধীন ঘেরের বাঁধের উপর দিয়ে অতিকষ্টে গড়াগড়ি দিয়ে রিক্সের মধ্যে রাস্তার দিকে আসতে চেষ্টা করে। এভাবে সন্ধ্যা হয়ে আসে। মাগরিবের নামাজের কিছু পরে পাশের ঘের মালিক আহসান উল্লাহ ঐ পথে যাওয়ার পথে শিশুটিকে দেখে দ্রুত তার কাছে গিয়ে বাধনমুক্ত করেন এবং তাকে মাদ্রাসায় পৌছে দেন। এঘটনায় মাদ্রাসাসহ এলাকায় ধিক্কার পড়ে গেছে। ভুক্তভোগি ছাত্রের মাদ্রাসা কর্তৃপক্ষ এব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানাগেছে।
১১ ঘন্টা ২১ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৬ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৪০ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৪৩ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ৬ মিনিট আগে
৯ দিন ৫ ঘন্টা ৫১ মিনিট আগে