আশাশুনি উপজেলা কুল্যা ইউনিয়নে এক প্রাথমকি বিদ্যালয় শিক্ষক ঋণের চাপ সইতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১০ নভেম্ববর) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামের মৃত সুধারাম সরকারের ছেলে ও উত্তর দাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোষ্ঠ বিহারী সরকার শিক্ষকতা জীবনের শেষ প্রান্তে পৌছেছিলেন। আগামী বছরে ফেব্রæয়ারী নাগাদ তার চাকুরী শেষ হবে। স্ত্রী, এক পুত্র ও এক কন্যাকে নিয়ে তার পরিবার। ছেলে একটি এনজিওতে চাকরী করেন। মেয়ের বিয়ে হয়েগেছে। কিন্তু নানা কারনে তিনি ঋণের জালে জড়িয়ে পড়েন। চক্রবৃদ্ধি হারের ঋনের টাকা পরিশোধ করা নিয়ে তিনি খুবই চিন্তিত ছিলেন। এসব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে মনোমালিন্য সৃষ্টি হতো। বৃহস্পতিবার সকাল ৮.৩০ টার দিকে স্কুলে যাওয়ার জন্য গোসল খাওয়া দাওয়া করেন। এরপর স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি ঘরের সিড়ি বেয়ে উপরে উঠে সিড়ির চালের বাঁশের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ সুরোতহাল রিপোর্ট শেষে অভিযোগ না থাকায় লাশ সৎকারের জন্য অনুমতি দিয়েছেন।
এসআই নূর হোসেন জানান, ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থানে গিয়ে সুরতহাল রিপোর্ট করেছেন। তিনি ঋণের জালে অতিষ্ঠ হয়ে আাত্মহত্যা করেছে বলে জানাগেছে।
১১ ঘন্টা ২৬ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ১১ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ২২ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ১১ মিনিট আগে
৯ দিন ৫ ঘন্টা ৫৬ মিনিট আগে