আশাশুনি উপজেলার মহেশ্বরকাটি গ্রামে জমি সীমানা বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন আহত হয়েছে। গুরুতর আহত জাবের আলিকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
মহেশ্বরকাটি গ্রামের (সাবেক সাং উত্তর চাপড়া) মৃত মিনহাজ উদ্দিন গাজীর ছেলে জাবের হোসেন ৯ বছর আগে দ্বীন দাশ ও সেলিমের নিকট থেকে দু’থণ্ড (১ বিঘা ১২ কাঠা) জমি ক্রয় করে ভোগজাত করে আসছেন। জমি দু’খন্ডের মাঝখানে আমির আলীর জমি আছে। তার সাথে জমির সীমানা নিয়ে দ্বন্দ্ব আছে। শুক্রবার ঘটনার সময় আমির আলী লোকজন নিয়ে তার জমির মাটি কেটে জাবেরের জমি দখল নিয়ে ফেলতে গেলে জাবের বাধা দেয়। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আমির, তার ছেলে রাজন, স্ত্রী খুকি ও জামাতা তাকে কোদাল, তালের কাঠ ও মুঙুর নিয়ে বেদম মারপিট করে। বাড়ির লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এব্যাপারে থানাপুলিশকে অবহিত করে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।