পীরগাছার সন্তান নাজমুচ্ছাকিব ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক হওয়ায় উপজেলা ছাত্রদলের সংবর্ধনা সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. শহিদুল আলমের কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় অভয়নগরে ইহইয়াঊল উলুম মাদ্রাসার বয়স্ক ছাত্রদের বিরল কৃতিত্ব মৌলভীবাজারে তাপদাহ ও বৃষ্টির অভাবে চা শিল্পে ক্ষতির শঙ্কা ঈশ্বরগঞ্জে ঈদের বন্ধের মাঝেও পরিবার পরিকল্পনা বিভাগের স্বভাবিক প্রসূতি সেবা অব্যাহত মধুপুরে মহা অষ্টমীতে বংশাই নদীতে পুণ্যার্থীদের ঢল কিশোর চালককে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট, থানায় অভিযোগ দেশের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি রাশেদ ঈশ্বরগঞ্জের লাঠিয়ামারী অষ্টমী স্নান ঘাটে গঙ্গাঁ মন্দিরের উদ্বোধন পঙ্গু হাসপাতালে সড়ক দুর্ঘটনা রোগীদের চাপ ; গত আট দিনে ১০৮৫ জন রোগী ভর্তি খুরুশকুলে অপহরণকারীদের কবল থেকে কিশোর উদ্ধার, মূল হোতা হৃদয় পলাতক হাসিনার প্রত্যর্পণের বিষয়ে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না সরকারের কাছে যথেষ্ট খাদ্যশস্য মজুত রয়েছে: খাদ্য উপদেষ্টা দৌলতদিয়া যৌনপল্লীতে গলায় ফাঁস নিয়ে যৌনকর্মীর আত্মহত্যা। ঈশ্বরগঞ্জে অষ্টমী স্নান করতে এসে পূণ্যার্থীর মৃত্যু ঈদের চারদিন পার হলেও দৌলতদিয়া ঘাট শহর মুখী মানুষের ভীর। আক্কেলপুর আওয়ামীলীগ নেতা মেয়র শহীদুল আলমের ভাইয়ের পা রগ কাটল দুর্বৃত্তরা আশাশুনির বিছট খোলপেটুয়া নদী ভাঙ্গনের রিং বাঁধ ৫ দিন পর অবশেষে সম্পন্ন । দোয়ারাবাজারে আওয়ামীলীগ নেতা ফারুক মাষ্টার গ্রেফতার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার

আশাশুনি বাহাদুরপুর সিএস ম্যাপ নদী খনন বন্ধ ও ভাঙ্গনকুল রক্ষার দাবী

 আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে রেকর্ডীয় জমিতে নদী খনন বন্ধ, সিএস ম্যাপ অনুযায়ী নদী খননের দাবী ও দীর্ঘকালের ভাঙ্গনকুল রক্ষার দাবী জানিয়েছেন এলাকাবাসী।
আশাশুনির চাপড়া থেকে বুধহাটা-কুল্যা ইউনিয়নের সীমানা দিয়ে ঝাউডাঙ্গা মুখো বেতনা নদী বহু পুরাতনকাল হতে প্রবাহমান ছিল। নদীর প্রখর স্রোতে বাহাদুরপুর গ্রামে সেই আদিকাল থেকে ভাঙ্গন চলে আসছে। গ্রামের শতাধিক পরিবারের ৫ শতাধিক ঘরবাড়ি নদী ভাঙ্গনের কবলে পড়ায় মানুষ ভিটেবাড়ি হারা হয়েছে। গ্রামের জমি নদীর অপরপাড়ে প্রায় ৩০০ ফুট মত পলিজমে ভরাট হয়ে জেগে উঠেছে। এসব জমিতে ইটের ভাটাসহ বিভিন্ন ভাবে দখল নিয়েছে মানুষ। সিএস ম্যাপে থাকা মূল নদী বাহাদুরপুর গ্রামের মধ্যে ২৫০/৩০০ ফুট মত ঢুকে গেছে। বর্তমান প্রবাহমান নদীর স্রোতের চাপে বর্ষাকালসহ ঘূর্ণিঝড় ও অন্য আপদকালে বর্তমানের ভেড়ী বাঁধ ভাঙ্গনক্রিয়া অব্যাহত রয়েছে। কিন্তু দুঃখজনক ও ভয়াবহ কথা হলো, ভরাট হওয়া নদী খনন না করে ভাঙ্গন কবলিত ও অতিঝুঁকিপূর্ণ প্রবাহমান নদী ও ভাঙ্গন স্থানের মাটি কেটে নিয়ে নদী খননের অপরিকল্পিত কর্মযজ্ঞ শুরু করার প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে নদীতে মাপজোক করা হয়েছে। এবং খুটি পুতে যে সীমানা দেখানো হয়েছে, যদি সেই স্থানে খনন কাজ করা হয়, তাহলে বাহাদুরপুর গ্রামের বড় অংশের মানুষ অদূর ভবিষ্যতে ভিটেবাড়ি নিশ্চিহ্ন হওয়ার শঙ্কা বিরাজ করছে। মাটি কাটা শুরু হলেই কানাই ঘটক, আঃ রহিম বিশ্বাস, মলিনা কর্মকার, মদন দেবনাথ, গৌর কর্মকার, আকবর বিশ্বাস, মিলন কর্মকারসহ ৪০/৫০টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদ হয়ে যাবে।
গ্রামের মোঃ সিবগাতুল্লাহ, মুনছুর সরদার, মেম্বার নজরুল ইসলাম, রহিম বক্স সরদার, বিশ্বনাথ কর্মকার, কানাই ঘটক, আঃ আলিমসহ এলাকাবাসী জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশের সকল গৃহহীনের গৃহনির্মান, ভূমিহীনের ভূমি ও গৃহনির্মান করে দিয়ে যেখানে নজির বিহিন কাজ করে যাচ্ছেন, সেখানে সিএস ম্যাপ অনুযায়ী প্রকৃত নদীর স্থানে খনন না করে, ভাঙ্গনের কবলে থাকা স্থানে খনন কাজ করে মানুষকে গৃহহীন করার কর্মযজ্ঞ অভাবনীয়। বর্তমানেও রেকর্ডীয় জমিতে বসবাসকারীদেরকে উচ্ছেদ করে নদী খনন করে নদীর ভরাট হওয়া খনন না করা কখনোই মেনে নেওয়া যায়না। তাদের দাবী, সিএস ম্যাপ অনুযায়ী প্রকৃত নদীর স্থানে খনন কাজ করা হোক। তাহলে গ্রামবাসী ভাঙ্গন কবল থেকে রক্ষা পাবে, নদী তার সকীয়তা ফিরে পাবে। এলাকাবাসী পনি উন্নয়ন বোর্ড, উপজেলা ও জেলা প্রশাসন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, উপজেলা চেয়ারম্যান ও এমপি মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag
আরও খবর