আশাশুনি উপজেলার বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সহ-সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। অনুষ্ঠানে আশাশুনি প্রেসক্লাবের সহ-সভাপতি সচ্চিদানন্দদে সদয়, সাধারণ সম্পাদক এসকে হাসান, সদস্য শেখ বাদশা, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি রফিক আহমেদ, বুধহাটা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক ঢালী, যুগ্ম সম্পাদক মাহবুবুল রহমান রিপন, ডাঃ শাহিন আলম, ব্যবসায়ী রবিউল আলম, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, সাংবাদিক মাসুম বাবুল, আঞ্চলিক প্রেসক্লাব প্রচার সম্পাদক ইয়াসিন আরাফাত ডেনিস, সদস্য আমিনুর গাজী, ফারুক হোসেন, খাইরুল ইসলাম, বাবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম তার বক্তব্যে বলেন, আমি গরিব, দুখী, অসহায় মানুষের জন্য সর্বদা কজা করে এসেছি এবং আগামীতেও তাদের পাশে থাকবো। যতদিন বেঁচে থাকবো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারন করে অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করে যাবো।