লাখাইয়ে গ্রামের যুবমহল স্মার্টফোনের ছোঁয়ায় আজ ধ্বংসের প্রান্তে। গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন শান্তিগঞ্জে মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান অতিরিক্ত যাত্রীতে যমুনায় নৌকাডুবি : ৩ দিন পর ভেসে উঠেছে নিখোঁজ ব্যক্তির লাশ রাজবাড়ীতে ক্রুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ জন উখিয়ায় জমির বিরোধের সংঘর্ষে নিহত ৩ বাঘায় বিএনপি নেতার নির্দেশে সংখ্যালঘু এক ব্যক্তিকে মারধরের অভিযোগ গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু। উল্লাপাড়ায় পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে সেনাবাহিনীর অভিযান অপরিবর্তিত থাকছে ১২ কেজি এলপিজির দাম মধুপুরে আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত লালপুরে অতিরিক্ত ভাড়া আদায়: তিন পরিবহনকে ২৪ হাজার টাকা জরিমানা শার্শায় জেলা পুলিশের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব সামাল দেওয়া কঠিন হবে না : অর্থ উপদেষ্টা জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আজ থেকে ব্যাংক লেনদেন ১০-৪টা প্রধান উপদেষ্টা নিজেই মার্কিন প্রশাসনের কাছে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন টানা ৯ দিনের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে আজ

আশাশুনির বিভিন্ন প্রতিষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

আশাশুনি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৭ মার্চ) সকালে উপজেলা প্রশসন, সকল স্কুল, কলেজ, মাদরাসা ও প্রতিষ্ঠানে সকাল থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচারসহ নানা কর্মসূচি পালন করা হয়।
আশাশুনি উপজেলা প্রশাসন ঃ ৬ মার্চ চিত্রাঙ্কন, রচনা, কবিতা আবৃতি প্রতিযোগিতা, ৭ মার্চ সকালে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, পিআইও সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, আরডিও বিশ্বজিৎ ঘোষ, সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান।
আশাশুনি সরকারি কলেজ ঃ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের নেতৃত্বে উদযাপন কমিটির আহবায়ক প্রভাষক মিজানুর রহমান, প্রভাষকবৃন্দ যথাক্রমে হুজ্জাতুল ইসলাম, হোসেন আলী, ছহিল উদ্দিন, মাখন লাল দফাদার, চিত্তরঞ্জন অধিকারী, সজল কুমার আঢ্য, জাকির হোসেন ভুট্ট, শাহাদাৎ হোসেন, দিপংকর মল্লিক, আঃ মালেক, জি এম আক্তারুজ্জামান, পবিত্র কুমার দাশসহ সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ। বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়। ৯ মার্চ আলোচনা সভা, ১২ মার্চ কবিতা আবৃতি ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
গদাইপুর মৌলভী আব্দুল লতিফ কলেজ ঃ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানারা বেগমের সভাপতিত্বে ও প্রভাষক সুপদ সানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রভাষকবৃন্দ তপতী রানী, ইতিরানী, রবীন্দ্র নাথ গাইন, প্রকাশ চন্দ্র, জয়ন্ত কুমার, সনদ কুমার এবং শিক্ষার্থী কবিতা মন্ডল ও তমালিকা বিশ্বাস।
উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগি সংগঠন ঃ আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ হল রুমে ইউপি চেয়ারম্যান ও উপজেলা শ্রমিকলীগের আহবায়ক এসএম হোসেনুজ্জামান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এসএম সাহেব আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠুন ইসলাম। উপজেলা যুবলীগ নেতা সরদার আমিরুল ইসলামের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন, উপজেলা তরুন লীগের সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুবলীগ নেতা তারিকুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুজ্জামান তাজ, ইউপি সদস্য তারক চন্দ্র মন্ডল, শেখ রাসেল শিশু-কিশোর সম্পাদক জাহিদ হোসেন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রিভু, সবুজ, নাজমুল, শ্রমিক নেতা আব্দুল মজিদ, শিমুল, হাবিবুর, রুহুল আমিন, স্বেচ্ছাসেবকলীগ নেত্রী শেখা কবির প্রমুখ।
মহেশ্বরকাটি মৎস্যজীবি সমিতি ও হ্যাণ্ডলিং শ্রমিক ইউনিয়ন ঃ মহেশ্বরকাটি হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। সমিতির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বদিয়ার রহমান বদুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গফফার, সহ-সভাপতি বিকাশ চন্দ্র সরদার, উপদেষ্টা সুনীল কুমার মন্ডল, বাজার পরিচালনা কমিটি নেতা গৌতম দাশ, নতুন মৎস্যজীবী সেট সমিতির সাধারণ সম্পাদক অনাঙ্গ কুমার মন্ডল, মৎস্যজীবী সমিতির নেতা অশোক কুমার মন্ডল প্রমুখ।

Tag
আরও খবর