পঞ্চগড়ের আটোয়ারীতে মানবতার কল্যাণকামী প্রতিষ্ঠান খোলাফায়ে রাশেদা কমপ্লেক্স এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (২৬মে) সন্ধ্যায় উপজেলার সাতখামার প্রামানিক পরিবার বর্গের আয়োজনে ফুরফুরা শরীফ গদ্দিনশীল, শাহী দরবার শরীফ কে কে বাড়ি, ঠাকুরগাঁও এর খলিফা মাওলানা মতিউর রহমান (মতি) এর সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাড. মো: নুরুল ইসলাম সুজন এমপি উপস্থিত থেকে এই কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এ সময় পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: মজাহারুল হক প্রধান, রংপুর সিটি করপোরেশনের মেয়র মো: মোস্তাফিজুর রহমান মোস্তফা, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান হান্নান শেখ, বোদা পৌরসভার মেয়র মো: আজাহার আলী, আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম, বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফারুক আলম টবি, সাবেক মেয়র এ্যাড. মো: ওয়াহিদুজ্জামান সুজা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল আজিজ, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি নাইমুজ্জামান মুক্তা, পঞ্চগড় চেম্বার অব কমার্স এর সাবেক সভাপতি আলহাজ্ব শরীফ হোসেন প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, এই প্রতিষ্ঠানে হযরত আবু বক্কর (রা:) জামে মসজিদ, হযরত ওমর (রা:) হাফিজিয়া মাদরাসা, ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং, হযরত ওসমান (রা:) বয়স্ক,বয়স্কা নিকেতন, হযরত আলী (রা:) বয়স্ক, বয়স্কা কানন ও লাইব্রেরী নির্মিত হবে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান আলহাজ্ব মো: খাদেমুল ইসলাম।
২৩ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
৬৯ দিন ১৫ ঘন্টা ২৩ মিনিট আগে
৮৫ দিন ১৬ ঘন্টা ২১ মিনিট আগে
৮৫ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে
১৩৮ দিন ২৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৭৬ দিন ১৪ ঘন্টা ৫২ মিনিট আগে
১৭৯ দিন ১৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৮০ দিন ২০ ঘন্টা ৮ মিনিট আগে