সেভেন সিস্টার্স নিয়ে কী বলেছেন ড. ইউনূস, ভারতে তোলপাড় কেন? বাঘায় বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়িঘর-দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ফারুক ফাউন্ডেশনের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত লালপুরে সংঘর্ষের ঘটনায় ৪২ জনের বিরুদ্ধে মামলা, আটক ৭ এপ্রিলে ৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা, ঘূর্ণিঝড়ের শঙ্কা সুন্দরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু। পীরগাছায় তাম্বুলপুর কেন্দ্রীয় ঈদগা মাঠে নামাজ আদায় করেন এমদাদুল হক ভরসা আনন্দ বাজারে ফারুকের দোকানে আগুন কুলিয়ারচর ট্রেনে কাটা পড়ে এক ব্যাক্তি নিহত গোয়ালন্দ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল কক্সবাজার থেকে হেঁটে এভারেস্ট জয় করতে যাচ্ছেন ইকরামুল রামু গুলিতে যুবক নিহত অভিযুক্ত চাচাতো ভাই পলাতক রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা ঝিনাইগাতীর ডেফলাই গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত সাইমুন আর নেই চুরির পর মালিককে চোরের ফোন :ক্যাশে এত কম টাকা রাখছেন কেন? ঈদগাহে মাইক বাজানো নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ২০ বাঘায় বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়িঘর ও দোকানপাটে ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

বিএনপি'র সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি আতাউর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি'র নেতা-কর্মীরা।

গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারী ) সন্ধ্যায় উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে আহ্বায়ক কমিটির সদস্য বৃন্দ ও তোড়িয়া ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড কমিটি সহ সকল অঙ্গসংগঠনের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় লিখিত বক্তব্যে আতাউর রহমান দৈনিক দেশচিত্রকে বলেন, আমি ০২ নং তোড়িয়া ইউনিয়ন বিএনপি'র নির্বাচিত একজন সভাপতি। বিগত আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের আমলে বহু নির্যাতন, জুলুম- অত্যাচার সহ্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিশ্রমী নেতা-কর্মীদের সুখে-দুখে পাশে দাঁড়িয়ে ছিলাম এবং এখনো আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সৎ , নিষ্ঠাবান কর্মী হিসেবে বিগত অবৈধ সরকারের বিরুদ্ধে বিএনপি'র সকল দলীয় কার্যক্রমে আমি সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেছিলাম। ইহাতে একটি কূচক্রী মহল আমার বিরুদ্ধে গত ৫ জানুয়ারি আটোয়ারী উপজেলা বিএনপি'র বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে গত ৬ জানুয়ারি দল ও সভাপতি পদ থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগের বিষয়টি ছিল সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট। 

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি আব্দুর রহমান বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী কাউকে দল থেকে বহিষ্কার বা অব্যাহতি দেওয়ার ক্ষমতা একমাত্র কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর রয়েছে। এমনকি কারণ দর্শানোর নোটিশ ছাড়া কাউকেই দল থেকে বহিষ্কার কিংবা অব্যাহতি দেয়ার কোনো সুযোগ নেই।

উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য মোঃ শাহজাহান বলেন, দলের যে কারো নামে অভিযোগ হতেই পারে। তবে সেটা সুষ্ঠুভাবে তদন্ত করা উচিত। তদন্তের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। এভাবে হুট-হাট করে দল থেকে বহিষ্কার করা - এটা দলের ভাবমূর্তি নষ্ট করে। 

উপজেলা যুবদলের সদস্য সচিব বদরুজ্জামান মানিক তাঁর বক্তব্যে বলেন, ব্যক্তি স্বার্থে ঈর্ষান্বিত ও রাগের বশীভূত হয়ে যে ঘোষণা দিয়েছেন তা হাস্যকর ও অগ্রহণযোগ্য।

 উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোকসেদ আলী বলেন, বিএনপি'র মধ্যে একটি চক্র ষড়যন্ত্র করে তোড়িয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি আতাউর রহমানকে ফাঁসানো হয়েছে। এগুলো সম্পুর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়েছেন।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার (৬ জানুয়ারী) উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির আহ্বায়ক এ. জেড. এম বজলুর রহমান জাহেদ এবং সদস্য সচিব আলহাজ্ব কুদরত -ই-খুদা এর স্বাক্ষর করা নোটিশে তাঁকে বহিষ্কার করা হয়।


আরও খবর