পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশের বিশেষ অভিযানে মাদক (গাঁজা) সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার এসআই দীনবন্ধু রায়ের নেতৃত্বে একটি চৌকস দল নিয়ে শনিবার (১৪ অক্টোবর) ওই অভিযান পরিচালনা করা হয়।
এসময়, উপজেলার বলরামপুর ইউনিয়নের আলহাজ্ব শফিউদ্দিন আহমেদ কৃষি মহাবিদ্যালয়ের পরিত্যক্ত হোটেলের পিছন থেকে গাঁজা সহ বলরামপুর ইউনিয়নের অফিস পাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে জাকির হোসেন (৪০) এবং অপর জন উত্তর বলরামপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে নজির হোসেন (৩২) কে মাদকদ্রব্য ( একশত গ্রাম গাঁজা) ক্রয় -বিক্রয়ের সময় হাতে নাতে আটক করা হয়।
পরে রাতেই তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটোয়ারী থানায় একটি মামলা রুজু করে গতকাল রোববার (১৫ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া।
২৩ দিন ১৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৬৯ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে
৮৫ দিন ১৬ ঘন্টা ১৯ মিনিট আগে
৮৫ দিন ২০ ঘন্টা ১৬ মিনিট আগে
১৩৮ দিন ২৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১৭৬ দিন ১৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৭৯ দিন ১৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৮০ দিন ২০ ঘন্টা ৫ মিনিট আগে