সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টামীতে (২২ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং মন্দিরের মহিলা ভক্তবৃন্দের মাঝে শাড়ি বিতরণ করেন। এতে আকাশ ছোঁয়া খুশি হয়েছেন মন্দিরের পূজারী ও ভক্তবৃন্দরা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ জহুরুল হক ও পুলিশ সুপার এস.এম. সিরাজুল হুদা সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন ও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়াও পূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন করার ক্ষেত্রে পূজারীদের প্রতি বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। আরও বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাও যাতে কঠোরভাবে দায়িত্ব পালন করেন।
এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সফর সঙ্গী ছিলেন, জেলা এন.এস.আই এর উপ-পরিচালক রাসেল জমাদার, আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মুসফিকুল আলম হালিম, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাহাদত সম্রাট, উপজেলার রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, বলরামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনোজ রায় হিরু সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, উপজেলায় এবছর মোট ৩০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পূজা মণ্ডপে নিজেস্ব স্বেচ্ছাসেবক ছাড়াও সার্বক্ষণিক পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
২৩ দিন ১৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৬৯ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে
৮৫ দিন ১৬ ঘন্টা ১৯ মিনিট আগে
৮৫ দিন ২০ ঘন্টা ১৬ মিনিট আগে
১৩৮ দিন ২৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১৭৬ দিন ১৪ ঘন্টা ৫০ মিনিট আগে
১৭৯ দিন ১৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৮০ দিন ২০ ঘন্টা ৫ মিনিট আগে