আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) বিকালে উপজেলা কৃষক লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান গোলাপ।
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জয়নুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল থেকে শুরু করে আমাদের সবাইকে দলের নেতা নয়, খাঁটি কর্মী হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। সারাদেশে নৌকার বিজয়ের মধ্য দিয়ে আবারও প্রধানমন্ত্রী হবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের বাস্তবায়নকৃত রাস্তাঘাট, বিদ্যুৎ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মুক্তিযোদ্ধাভাতা, বয়স্কভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, কৃষকের সার, গ্রামকে শহরের আদলে গড়ে তোলা সকল উন্নয়নমূলক কর্মকান্ড বর্তমান সরকার চলমান রেখেছে। পদ্মা সেতু এবং টানেল দৃশ্যমান হয়েছে। তাই এ উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকলকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জামিলুর রেজা মানিক, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মকলেছার রহমান, জিল্লুর হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, হুমায়ূন কবীর, রাব্বু হক প্রধানসহ উপজেলা ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
২৩ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
৬৯ দিন ১৫ ঘন্টা ২৩ মিনিট আগে
৮৫ দিন ১৬ ঘন্টা ২১ মিনিট আগে
৮৫ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে
১৩৮ দিন ২৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৭৬ দিন ১৪ ঘন্টা ৫২ মিনিট আগে
১৭৯ দিন ১৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৮০ দিন ২০ ঘন্টা ৭ মিনিট আগে