পঞ্চগড়ের আটোয়ারীতে আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে ১৭টি পরিবারের ৩০টি ঘর। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) বিকালে ৪টায় উপজেলার তোড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের দাড়খোর ধনুপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানায়, বিকাল ৪টার দিকে ঝরেন বাবুর রান্না ঘরের খড়ির আগুন ঘরের বেড়ায় দেখতে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করে। চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং মূহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ঐসময় আটোয়ারী ফায়ার সার্ভিস ডিফেন্স খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ওই সময়ের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়, প্রফুল্ল রায়, রঞ্জিত, কৈলাস, প্রদীপ, কলেজ রায়, বঙ্কিম, সুন্দর বাবু, দুর্জয়, হাব্বর আলী, আবু তাহের, হাসিবুল, সাইফুল ইসলাম, পন্তা, টুনি বর্মণ এবং সজিব রায়ের সবকিছুই।
অগ্নিকাণ্ডে নগদ টাকা, ধান, চাল, কাপড়-চোপড়, আসবাবপত্র কোনোকিছুই বের করতে পারেননি তারা। সর্বস্ব হারিয়ে এখন তারা নির্বাক।
আগুন লাগার খবর পেয়ে রাতেই আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মুসফিকুল আলম হালিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ চাল, ডাল, তেল, এবং কম্বল বিতরণ করেন। এসময় ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
২৩ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
৬৯ দিন ১৫ ঘন্টা ২৩ মিনিট আগে
৮৫ দিন ১৬ ঘন্টা ২১ মিনিট আগে
৮৫ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে
১৩৮ দিন ২৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৭৬ দিন ১৪ ঘন্টা ৫২ মিনিট আগে
১৭৯ দিন ১৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৮০ দিন ২০ ঘন্টা ৮ মিনিট আগে