আটোয়ারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।শু
ক্রবার সকাল ৬টা ৪০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে উপজেলার শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জানান, উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, আটোয়ারী থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বীরমুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ।
পরে শহীদের স্মরণে স্মৃতিসৌধে দোয়া ও মোনাজাত শেষে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান মোঃ শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ূন কবীর, আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা কৃষি অফিসার নুরজাহান খাতুন প্রমুখ।
এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, বিএনপি, উপজেলা কর্মরত গণমাধ্যম কর্মীগণসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতারাও শ্রদ্ধা জানান।
২৩ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৬৯ দিন ১৫ ঘন্টা ১৫ মিনিট আগে
৮৫ দিন ১৬ ঘন্টা ১৪ মিনিট আগে
৮৫ দিন ২০ ঘন্টা ১২ মিনিট আগে
১৩৮ দিন ২৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৭৬ দিন ১৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৭৯ দিন ১৬ ঘন্টা ৪১ মিনিট আগে
১৮০ দিন ২০ ঘন্টা ০ মিনিট আগে