সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও প্রতিবারের ন্যায় এবারও উৎসব মুখর পরিবেশে ২০২৩ইং শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব দিবস পালিত হয়েছে।
বছরের প্রথম দিন রবিবার সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও ফকিরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে পাঠ্যপুস্তক দিবস উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুশফিকুর আলম হালিম এর সভাপতিত্বে এবং জরিফ হাসান চৌধুরী সঞ্চালনায় বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান। পৃথক পৃথকভাবে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস ও প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রেজা আল মামুন।
আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণের মাধ্যমে অতিথিগণ বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করেন। পরে আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়েও আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এখানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শরমিন পারভীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য কমলেশ চন্দ্র ঘোষ প্রমুখ। বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী গণ উপস্থিত ছিলেন। এদিকে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে প্রতিটি বিদ্যালয়ে পৃথক পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বিনামূল্যে বই তুলে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
২৩ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৬৯ দিন ১৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৮৫ দিন ১৬ ঘন্টা ১৪ মিনিট আগে
৮৫ দিন ২০ ঘন্টা ১২ মিনিট আগে
১৩৮ দিন ২৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৭৬ দিন ১৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৭৯ দিন ১৬ ঘন্টা ৪২ মিনিট আগে
১৮০ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে