পঞ্চগড়ের আটোয়ারীতে জোয়ার আসর থেকে তিনজন জোয়ারুকে আটক করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, রোববার এক জানুয়ারি রাত প্রায় সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের এর ভিত্তিতে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ সোহেল রানা'র দিকনির্দেশনা মোতাবেক এস.আই সাগর আলী'র নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল অভিযান চালিয়ে উপজেলা রাধানগর ইউনিয়নের মালিগাঁও তেতুলতলা এলাকার একটি বাঁশঝাড়ের ভিতর জুয়া খেলার আসর থেকে তিনজনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো কয়েকজন জুয়ারু দৌড়ে পালিয়ে যান।
আটককৃতরা হলো, রাধানগর ইউনিয়নের রসিয়া গ্রামের ওহিরুল ইসলামের পুত্র শাহ্ আলম (৩৯), রাধানগর নেংরীপাড়া গ্রামের কুলেশ্বর চন্দ্রের পুত্র নরোত্তম চন্দ্র (৪০) ও দক্ষিণ দুর্গাপুর গ্রামের মৃত লুৎফর রহমানের পুত্র আমিনুর রহমান (৪২)।
মামলায় আসামি ভুক্ত পলাতক আসামীরা হলো রাধানগর নেংরীপাড়া গ্রামের মইনুল ইসলামের পুত্র মোঃ হবিবর রহমান (৩৫), দুহসহ বুড়াবন্দর গ্রামের মোঃ রাসেল(২৬) সহ অজ্ঞাতনামা আরো ৩-৪ জন।
এ সময় জোয়ার আসর থেকে তাসের একটি প্যাকেট, ১৮০০/= টাকা, একটি বসার চট ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
থানার ওসি সোহেল রানা- জুয়ারু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ওসি মোঃ সোহেল রানা জুয়ারু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান এবং এ ঘটনায় আটককৃত আসামীদের সোমবার ( ২ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
২৩ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৬৯ দিন ১৫ ঘন্টা ১৫ মিনিট আগে
৮৫ দিন ১৬ ঘন্টা ১৪ মিনিট আগে
৮৫ দিন ২০ ঘন্টা ১২ মিনিট আগে
১৩৮ দিন ২৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৭৬ দিন ১৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৭৯ দিন ১৬ ঘন্টা ৪১ মিনিট আগে
১৮০ দিন ২০ ঘন্টা ০ মিনিট আগে