পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা কৃষকলীগের আয়োজনে কৃষক হত্যা দিবস পালিত হয়েছে।
এই উপলক্ষে বুধবার(১৫ মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় নিহত কৃষকদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় উপজেলা কৃষকলীগের সভাপতি কামরুজ্জামান গোলাপ এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উ বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ রমজান আলী, জিল্লুর হোসেন সরকার, হুমায়ূন কবীর, মির্জাপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি চেঙ্গিস খান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। এসময় ৬ ইউনিয়নের কৃষক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বিএনপি ও জামায়াত সরকারের আমলে ১৯৯৫ সালের ১৫ মার্চ সারের দাবিতে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১৮ জন নিরীহ কৃষক। কিন্তু এখন কৃষকদের সারের জন্য আর আন্দোলন করতে হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন কৃষি ও কৃষকবান্ধব সরকারের পক্ষ থেকে লাখ লাখ কৃষককে বিনামূল্যে সার-বীজ ও কৃষি উপকরণ দেয়া হচ্ছে। কৃষিখাতে প্রতি কোটি কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার।
২৩ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৬৯ দিন ১৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৮৫ দিন ১৬ ঘন্টা ১৪ মিনিট আগে
৮৫ দিন ২০ ঘন্টা ১২ মিনিট আগে
১৩৮ দিন ২৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৭৬ দিন ১৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৭৯ দিন ১৬ ঘন্টা ৪১ মিনিট আগে
১৮০ দিন ২০ ঘন্টা ০ মিনিট আগে