রাজশাহীর বাঘার চক আমোদপুর গ্রামের একটি পুকুর পাড় থেকে আজিজুল আলম অরুপে আস্তুল নামে এক ব্যক্তির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত আস্তুল আমোদপুর গ্রামের মৃত ইয়াকুব প্রামানিকের ছেলে। বৃহস্পতিবার রাতে এই হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে স্থানীয় লোকজনের ধারনা ।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল আনুমানিক ৬ টার দিকে একটি বাই সাইকেল যোগে গাছ থেকে ঝরে পড়া আম কিনতে বের হয় একই গ্রামের খুচরা ব্যবসায়ী ইরুল ইসলাম। তিনি এই লাশ দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা আস্তে-আস্তে সেখানে ভিড় জমাই এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। পুলিশের ধারনা, তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। অল্প সময়ের মধ্যে লাশ রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। আমরা এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত থাকতে পারে সেটা অনুসন্ধান করে ঘটনার রহস্য উদঘাটন করার চেষ্টা করবো। তিনি আরো জানান, এ বিষয়ে জিজ্ঞাসা বাদের জন্য মৃত আস্তুলের ছোট ছেলে ছনি(২০)কে আমরা থানায় নিয়ে এসেছি।
৩ দিন ৪ ঘন্টা ২৭ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ১০ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে
১১ দিন ৯ ঘন্টা ৫ মিনিট আগে
১৩ দিন ১০ ঘন্টা ৫ মিনিট আগে
১৩ দিন ১০ ঘন্টা ৭ মিনিট আগে
১৪ দিন ৫ ঘন্টা ৪৫ মিনিট আগে