রাজশাহীর বাঘায় ঈদ উপলক্ষে খেলার পটকা বানানোর সময় বিষ্ফোরণে সজিব আলী (১৭) নামের এক যুবকের বাম হাতের কব্জিসহ আঙুলের নীচ অংশে রক্তাক্ত জখম হয়েছে।
শনিবার (১৯ মার্চ-২৫) বিকেলে উত্তর মিলিক গ্রামে বকুল তলা এলাকার জামিয়া ইসলামিয়া উলুম মাদরাসা সংলগ্ন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, বাঘা জোনের পাতকূয়ার পাকা মেঝের উপর বিস্ফোরণের ঘটনা ঘটে।
রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলজ হাসাপাতাল (রামেকে) প্ররণ করেন।
হাসপাতালে নেওয়ার সময় জিজ্ঞাসাবাদে সজিব জানান, লেখাপড়ার পাশাপশি সংসার চালানোর তাগিদে যখন যে কাজ পান করেন। কয়েকদিন আগে ট্রাকে হেলপারের কাজ করেছেন। শনিবার শখের বশে পর্দার পাইপের মধ্যে দিয়াশলায়ের বারদ পুরে হাতুড়ির বাড়ি দিয়ে মুখ আটকাচ্ছিলেন। এ সময় বিস্ফোফরণ ঘটে আহত হন। ঈদ সামনে রেখে এর আগেও পটকবাজি তৈরি করে আনন্দ করেছেন বলে জানান।
সরেজমিন দেখা যায়, উত্তর মিলিক বাঘা গ্রামের জামিয়া ইসলামিয়া উলুম মাদরাসা সংলগ্ন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, বাঘা জোনের পাতকূয়ার আশ পাশে তেম কোন ঘর বাড়ি নেই। গ্রামের সীমা নামে এক নারি জানান,ওই জায়গায় ছেলেরা প্রায় সময় খেলা ধূলা করে। মাঝে মধ্যে শব্দও শুনতে পান। তবে শব্দটা কিসের বা বলতে পারেননি তারা।
এবিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান, বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য রাকিব (১২) ও সাকিব (১৩) নামে দুইজনকে আটক করা হয়েছে।#
২ দিন ২০ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৪ দিন ১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
১১ দিন ১ ঘন্টা ৯ মিনিট আগে
১৩ দিন ২ ঘন্টা ১০ মিনিট আগে
১৩ দিন ২ ঘন্টা ১১ মিনিট আগে
১৩ দিন ২১ ঘন্টা ৪৯ মিনিট আগে