রাজশাহীর বাঘায় আওয়ামীলীগের পৃথক দুটি সংগঠনের ব্যানারে পৃথক দু’টি স্থানে বৃহসপতিবার (৩১ আগষ্ট) বিকেল ৫টায় জাতীয় শোক সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মহিলা আওয়ামী লীগ ও শাহদৌলা সরকারি কলেজ মাঠে উপজেলা যুবলীগের ব্যনারে এ শোক সভার আয়োজন করা হয় ।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতার সভাপতিত্বে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠের শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয় জয়ন্তী সরকার মালতি, আ’লীগ নেতা সিরাজুল ইসলাম মন্টু,মাসুদ রানা তিলু,অধ্যক্ষ নছিম উদ্দীন,ওয়াহিদ সাদিক কবীর,আব্দুল কুদ্দুস সরকার বক্তব্য রাখেন। অন্যান্যর মধ্যে সেনিক লীগের উপজেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন মিল্টন,শরীফা খাতুন প্রমুখ বক্তব্য দেন । উপস্থিত ছিলেন,মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলামসহ আ’লীগ ও মহিলা আ’লীগ নের্তৃবৃন্দ।
অপর দিকে উপজেলা যুব লীগের সদস্য,সাবেক ছাত্র নেতা সানোয়ার হোসেন সুরুজের সভাপতিত্বে সরকারি শাহদৌলা কলেজ মাঠের শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি (বাঘা-চারঘাট) ও চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হানুল হক রায়হান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দীন লাভলু,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাঘা পৌর মেয়র আক্কাছ আলী, জেলা যুব লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলি আজম সেন্টু,জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি প্রভাষক আমিরুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী। উপস্থিত ছিলেন বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম তুফান, আওয়ামীলীগ নেতা মাজদার রহমান,অধ্যক্ষ সাইফুল ইসলাম সহ আ’লীগ,যুবলীগ নেতা-কর্মী।
এদিকে ৫০০ গজের মধ্যে পৃথক দুটি সভাকে কেন্দ্র করে পুলিশ ছিল সতর্ক অবস্থানে। নাম প্রকাশ না করার শর্তে দলীয় নেতা-কর্মীরা জানান, আ’লীগের পুরোনো দ্বন্দ্বে পৃথক দুটি স্থানে এ শোক সভার আয়োজন করা হয়েছে।
বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, অপ্রীতিকর ঘটনা ছাড়াই শোক সভার অনুষ্টান শেষ হয়েছে।
৩ দিন ৪ ঘন্টা ২৯ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ১২ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
১১ দিন ৯ ঘন্টা ৭ মিনিট আগে
১৩ দিন ১০ ঘন্টা ৭ মিনিট আগে
১৩ দিন ১০ ঘন্টা ৯ মিনিট আগে
১৪ দিন ৫ ঘন্টা ৪৭ মিনিট আগে