রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার বটমূল চত্বরে তিনদিন ব্যাপী জাতীয় ও স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন করেন বাঘা-চারঘাট (রাজশাহী-৬ ) থেকে নির্বাচিত সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বর্তমান সরকার আমলে যে পরিমান উন্নয়ন করা হয়েছে তার তালিকা পড়ে শেষ করা যাবেনা। তিনি আরো বলেন, আপনারা জানেন, গত কয়েকদিন পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী দল-মত নির্বিশেষে দেশের সকল জনপ্রতিনিধিদের ঢাকায় ডেকে একটি সেমিনার করেছেন। সেখানে প্রধানমন্ত্রী গত সাড়ে ১৪ বছরে সারাদেশে যে সকল উন্নয়ন হয়েছে এবং আগামীতে কি ধরনের পরিকল্পনা রয়েছে সে বিষয় গুলো উপস্থাপন করেছেন। একই সাথে জাতীয় ও স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা ২০২৩ এর ঘোষনা দিয়েছেন। এ দেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা এবং গ্রামকে শহরে রুপান্তরিত করায় বর্তমান সরকারের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আড়ানী ইউপি চেয়ারম্যার রফিক উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা, বীর মুক্তিযোদ্ধা জনাব আলী ,আরাফ শাবনাম প্রমুখ। উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, বঙ্গবন্ধু সৈনিক লীগের বাঘা উপজেলা সভাপতি আনোয়ার হোসেন মিল্টন , উপজেলার সকল দপ্তরের প্রধান কর্মকর্তা এবং সকল ইউপি চেয়ারম্যান ও আওয়ামী সহযোগী সংগঠন এবং শিক্ষক-শিক্ষার্থী-সহ সু-শীল সমাজের নেতৃবৃন্দ।
শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু মোকাবেলায় বাঘার ঐতিহাসিক মাজার এলাকায় একটি বে-সরকারী সংগঠন ভ্যারাসিটি সিডলিং কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে আয়োজিত বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসুচীতে অংশ গ্রহন করেন।
৩ দিন ৪ ঘন্টা ২৭ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ১০ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে
১১ দিন ৯ ঘন্টা ৫ মিনিট আগে
১৩ দিন ১০ ঘন্টা ৫ মিনিট আগে
১৩ দিন ১০ ঘন্টা ৭ মিনিট আগে
১৪ দিন ৫ ঘন্টা ৪৫ মিনিট আগে