রাজশাহীর বাঘায় শকিকুল ইসলাম নামের এক ভাংড়ি ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়েছে। শকিকুল ইসলাম খানপুর আশরাফপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, বুধবার (১ নভেম্বর) বিকাল ৫টার দিকে বাঘা পৌর এলাকার বানিয়াপাড়ার নিজ ব্যবসায়ী প্রতিষ্টান থেকে শকিকুল ইসলাম মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। অপর দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ভর্তি করা হয়। সেখানে অবস্থা খারাপ দেখে দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে ৩দিন চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শকিকুল ইসলামের প্রতিবেশি ও বাঘা ডাস বাংলা এজেন্ট ব্যাংকের পরিচালক আবদুল গাফফার। #
৩ দিন ৪ ঘন্টা ২৭ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ১০ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে
১১ দিন ৯ ঘন্টা ৫ মিনিট আগে
১৩ দিন ১০ ঘন্টা ৫ মিনিট আগে
১৩ দিন ১০ ঘন্টা ৭ মিনিট আগে
১৪ দিন ৫ ঘন্টা ৪৫ মিনিট আগে