হবিগঞ্জ প্রতিনিধি।। জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব মো: আবু জাহির বলেছেন বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে দেশকে এখন উন্নয়নের রোল মডেল হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছে। উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বড় সাকুয়া হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২০ অক্টোবর দুপুরে যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে কর্তৃক মেধাবৃত্তি প্রদান ও স্মারকগ্রন্থ ‘হৃদয়ে নবীগঞ্জ’ এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবু জাহির এমপি উপরোক্ত কথাগুলো বলেন৷যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউ.কে’র সভাপতি আলহাজ্ব মোঃ: আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে প্রধান শিক্ষক রুবেল মিয়া ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রত্নদীপ দাস রাজু’র যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ-১ (নবীগঞ্জ – বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী), নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারিয়ার, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: গিয়াস উদ্দিন, ট্রাস্টের সাবেক চেয়ারপার্সন অনর উদ্দিন জাহিদ, ট্রাস্টের সাবেক চেয়ারপার্সন আবুল কালাম আজাদ ছোটন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, হাজী আঞ্জব আলী হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলাতাফ আলী, প্রধান শিক্ষক রিয়াজুল করিম জানু সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।উল্লেখ্য যে, নবীগঞ্জ উপজেলার হাইস্কুল, কলেজ, মাদ্রাসার ২৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।
৭০২ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে
৭৩২ দিন ১৮ ঘন্টা ৩ মিনিট আগে
৭৪৭ দিন ১৭ ঘন্টা ২১ মিনিট আগে
৭৪৯ দিন ১৮ ঘন্টা ৪৮ মিনিট আগে
৭৫০ দিন ১৫ ঘন্টা ৪১ মিনিট আগে
৭৫৪ দিন ১৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
৭৫৭ দিন ১৮ ঘন্টা ২৭ মিনিট আগে
৭৬৩ দিন ১৬ ঘন্টা ১০ মিনিট আগে