এনডিএম মহাসচিব মোমিনুল আমিনের রাজবাড়ী ২ আসন থেকে লিফলেট বিতরন।
এনডিএম মহাসচিব মোমিনুল আমিনের রাজবাড়ী-২ আসন থেকে লিফলেট বিতরণ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসন থেকে সংসদ নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন, বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করা জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর মহাসচিব মোমিনুল আমিন।
রাজবাড়ী জেলার পাংশা, বালিয়াকান্দি এবং কালুখালী উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী-২ আসনে প্রচারণা শুরু করেছেন, একদফা আন্দোলনে সরব ভূমিকা রাখা এনডিএম এর তরুণ মহাসচিব মোমিনুল আমিন।
সোমবার (২৪ফেব্রুয়ারি) রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে জনমত গঠনের লক্ষ্যে তৃণমূলে লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন, এই অঞ্চলে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি ৷ আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জনমত গঠনে এসে এখানকার সাবেক বিনাভোটের লুটেরা এমপি জিল্লুল হাকিমের সন্ত্রাসী বাহিনী কর্তৃক নির্মম আক্রমণের শিকারও হয়েছি ৷ নির্বাচিত হলে অবহেলিত এই অঞ্চলের তরুণদের কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ইউরোপের উন্নত দেশগুলোতে কর্মসংস্থানের ব্যবস্থা করব বলে প্রতিশ্রুতি দিয়েছি ৷ এছাড়াও আইসিইউ সুবিধাযুক্ত এম্বুলেন্স চালু, বিশেষায়িত হাসপাতাল ও পর্যটন কেন্দ্র নির্মাণ, কৃষি এবং মৎস চাষ প্রশিক্ষনকেন্দ্র চালু, প্রযুক্তির সহায়তায় সারাদেশের সাথে সংযোগসহ পাইকারি বাজার স্থাপন, বেড়িবাঁধ নির্মাণ, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো সংস্কার, মডেল গ্রাম স্থাপন এবং সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব বলে জনগণকে কথা দিয়েছি।
বিএনপির সাথে জোটগত নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে মোমিনুল আমিন বলেন, এনডিএম শুরু থেকে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে শক্ত ভূমিকা রেখেছে এবং এখনো আমরা একসাথেই আছি ৷ দলটির পক্ষ থেকে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতিও আছে ৷ নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হলেই আপনারা এবিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন।
ইতোমধ্যে রাজবাড়ী-২ আসনের বিভিন্ন উপজেলায় গণসংযোগ, উঠান বৈঠক, লিফলেট বিতরণ, শীতবস্ত্র বিতরণ, উপবৃত্তি প্রদানসহ নানাধরণের সামাজিক কর্মসূচি পালন করছেন মোমিনুল আমিন। তার সাথে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদেরও দেখা গিয়েছে ৷ বিভিন্ন দিবস উপলক্ষে এলাকায় পোষ্টার, ফেষ্টুনের মাধ্যমে শুভেচ্ছা বার্তাও দিচ্ছেন তিনি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এসব প্রচারণাও বিজ্ঞাপন আকারে স্থানীয় জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন। পেশায় একজন কর্পোরেট ট্রেইনার এবং কনসালটেন্ট মোমিনুল আমিন গতবছর ফেব্রুয়ারি মাসে এনডিএম এর মহাসচিব পদে নির্বাচিত হন।