: "Sylhet Tution Service" নামে একটি পেইজ থেকে সিলেটের শিক্ষার্থীদের টিউশনি দেয়ার আশা দিয়ে মিডিয়া চার্জের কথা বলে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র।এ বিষয়ে দেশচিত্র পত্রিকার প্রতিনিধির কাছে বিষয়টি উল্লেখ করেছে শিক্ষার্থীরা।
প্রতারণার শিকার হওয়া ভুক্তভোগীর কাছ থেকে জানা যায়,"Sylhet Tution Service " নামক ফেইসবুক পেইজ থেকে সিলেটের বিভিন্ন এলাকার টিউশনের খবর প্রচার করে এবং টিউশনি করাতে আগ্রহী কি না এমন পোস্ট করা হয়।এসময় সিলেটের শিক্ষার্থীরা উক্ত ফেইসবুক পেইজে যোগাযোগ করলে বলা হয় প্রথমে শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে ২৯০ টাকা ফি প্রদান করে রেজিষ্ট্রেশন করতে হবে এবং টিউশনি কনফার্ম হওয়ার পরে মিডিয়া চার্জ বেতনের ২৫% দিতে হবে।তারপর শিক্ষার্থীরা টিউশন মিডিয়ার দেয়া বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দেন।এরপর এই নাম্বারে বা পেইজে যোগাযোগ করতে ব্যর্থ হলে উনারা বিষয়টি দেশচিত্র পত্রিকার প্রতিনিধির মাধ্যমে বিষয়টি অবগত করেন।
ভিক্টিমের কাছ থেকে জানতে পেরেছি,"Sylhet Tution Service" মিডিয়া নামক ফেইসবুক পেইজ ব্যবহারকারী (বিকাশ/যোগাযোগ নাম্বার- 01313-960962) ইতিপূর্বে একাধিক শিক্ষার্থীর সাথে এমন প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে।
প্রতারকের পেইজ লিংক: https://www.facebook.com/profile.php?id=100076184666101&mibextid=9R9pXO
৬ দিন ৭ ঘন্টা ১৫ মিনিট আগে
১৪ দিন ৪ ঘন্টা ১ মিনিট আগে
১৬ দিন ৩ ঘন্টা ৫ মিনিট আগে
১৬ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে
১৭ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৭ দিন ২৩ ঘন্টা ৫২ মিনিট আগে
১৮ দিন ৬ ঘন্টা ১৫ মিনিট আগে
১৯ দিন ৩৬ মিনিট আগে