বড়লেখা সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দীন প্রথম কর্মদিবসে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন।
সোমবার (৬ নভেম্বর) বেলা ১১ টায় অধ্যক্ষের রুমে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত হলে অনাড়ম্বরপূর্ণ অথচ প্রাণবন্ত পরিবেশে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অনুষ্ঠিত হয় নবাগত অধ্যক্ষ বরণ পর্ব।
এর পূর্বে নবাগত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দীন পবিত্র কুরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে নিজ আসনে অধিষ্ঠিত হয়ে প্রথম কর্মদিবসের সূচনা করেন। এসময় প্রতিষ্ঠানের সর্বাঙ্গীণ মঙ্গল ও সকলের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম মাওলানা কামরুল ইসলাম। এসময় বড়লেখা সরকারি কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের তিনি ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে নেন।
এদিকে বড়লেখা নারী শিক্ষা একাডেমির অফিসকক্ষে অধ্যক্ষ এ.কে.এম হেলাল উদ্দীনের আমন্ত্রণে বড়লেখা সরকারী কলেজের নবাগত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দীনকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মিষ্টি আপ্যায়নের মাধ্যমে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এছাড়াও বড়লেখা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনোনীত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছায় ভাসছেন মো. নিয়াজ উদ্দীন। সূধী-শুভাকাঙ্ক্ষী, শিক্ষক, কবি-সাহিত্যিক, লেখক-সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন,
বন্ধু, সহকর্মী, বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ ফেসবুক পোস্টে তাকে অভিনন্দনসহ শুভেচ্ছা জানাচ্ছেন।
৬ দিন ৭ ঘন্টা ১৫ মিনিট আগে
১৪ দিন ৪ ঘন্টা ১ মিনিট আগে
১৬ দিন ৩ ঘন্টা ৫ মিনিট আগে
১৬ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে
১৭ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৭ দিন ২৩ ঘন্টা ৫২ মিনিট আগে
১৮ দিন ৬ ঘন্টা ১৫ মিনিট আগে
১৯ দিন ৩৬ মিনিট আগে