নোয়াখালী কোম্পানীগঞ্জে দেলোয়ার হোসেন মোহন (৩০) নামে এক সৌদি প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৩ অক্টোবর) সকাল ৯টার দিকে সে নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মৃত দেলোয়ার হোসেন মোহন উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের প্রজেক্ট এলাকার হাবিব উল্যাহ চৌধুরী বাড়ির মৃত মফিজ উল্যার ছেলে।
মৃতের জেঠাতো ভাই অহিদ উল্যাহ চৌধুরী দিদার এর বরাত দিয়ে স্থানীয়রা জানায়, মোহন গত আড়াই মাস আগে সৌদি থেকে দেশে আসে। সে নেশা গ্রস্থ ছিল। গত কয়েক দিন আগে সে ব্লেড দিয়ে সে নিজের শরীর নিজে কাটে। সকালে তার মা ও স্ত্রী পরিবারের কাজে ব্যস্থ ছিল। ওই সুযোগে সে নিজের শয়ন কক্ষে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন বিষয়টি আচ করতে পেরে দরজার লক ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার এসআই আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে প্রাথমিক ভাবে বুঝা যাচ্ছে, পারিবারিক কলহের জের ধরে নেশাগ্রস্থ যুবকটি আত্নহত্যা করেছে।
৩০৫ দিন ২০ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩০৭ দিন ৪৫ মিনিট আগে
৩০৭ দিন ৫ ঘন্টা ৪ মিনিট আগে
৩০৮ দিন ২২ ঘন্টা ২৮ মিনিট আগে
৩০৮ দিন ২২ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩১০ দিন ১ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩১২ দিন ৩ ঘন্টা ৪ মিনিট আগে
৩১২ দিন ৩ ঘন্টা ৩০ মিনিট আগে