কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে ষ্টেশনে তিতাস ট্রেনে এক মোবাইল চুর আটকের পর গণপিটুনি দেয় সাধারণ মানুষ।
মোবাইল চুর ছেলেটির বাড়ি ভৈরব পঞ্চপটি।ট্রেনের মধ্যে মোবাইল চুরের সংখ্যা খুবই বেড়ে গেছে। আজকে ১ই সেপ্টেম্বর ২০২৩ ইং রোজ শুক্রবার তিতাস ট্রেনের মধ্যে মোবাইল চুর সাধারণ মানুষের মধ্যে অনেক হাতাহাতি করলে অবশেষে গণপিটুনি খায়।
বেশির ভাগ দেখা যায়, রাত ৮টা,৯টা হলেই রাস্তা ঘাটে চুর ছিনতাই ডাকাতি হয়।মানুষ অনেক ভয়ের মধ্যে আছে।
এর একটা ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় মেয়র এবং উপজেলা প্রকাশনের দৃষ্টি আকর্ষণ করেন সাধারণ মানুষ।
৪১০ দিন ৪ ঘন্টা ১৪ মিনিট আগে
৪২৪ দিন ২২ ঘন্টা ৫ মিনিট আগে
৪৬০ দিন ১ ঘন্টা ৫ মিনিট আগে
৫১১ দিন ৫৫ মিনিট আগে