কিশোরগঞ্জের ভৈরব থানাধীন নাটালের মোড় থেকে ১৫০ বোতল ফেন্সিডিল পাচারকালে ০৩ (তিন) মাদক কারবারীকে আটক করেছে RAB-14, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
০১ টি প্রাইভেটকার জব্দ।
১। ”বাংলাদেশ আমার অহংকার”এই স্লোগানকে সামনে রেখে জন্ম হয় র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ন (RAB) । প্রতিষ্ঠালগ্ন থেকে র্যা ব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। RAB তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি, সন্ত্রাস, ধর্ষণ, মাদক, অস্ত্র, অপহরণ ও হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
২। এরই ধারাবাহিকতায়, RAB-14, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৬ ডিসেম্বর ২০২৩ তারিখ বিকাল আনুমানিক ০৫.০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। তানবির মিয়া (৩১), পিতা-তাজুল ইসলাম, সাং-বর্ষিজোড়া, থানা+জেলা-মৌলভীবাজার, ২। মোঃ পারভেজ(৩০), পিতা-মোঃ রেনু মিয়া, সাং-মোড়াকরি, থানা-লাখাই, জেলা-হবিগঞ্জ, ৩। সজিব মিয়া(২৬), পিতা-রঙ্গু মিয়া, সাং-মালঞ্চপুর, থানা-মাদবপুর, জেলা-হবিগঞ্জগনকে আটক করে। এ সময় ধৃত আসামীদের দখলে থাকা ০১ টি প্রাইভেটকার তল্লাশী করে (ক) ১৫০ (একশত পঞ্চাশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ধৃত আসামীদের নিকট হতে (খ) ০৩ টি মোবাইল ও (গ) নগদ ১০০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়।ধৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল প্রাইভেটকারের মাধ্যমে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
৩। গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা মাদক কারবারী চক্রের সদস্য। উক্ত আসামীগণ মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যা বের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
৪। এ বিষয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের র্পূবক আসামী হস্তান্তর প্রক্রিয়াধীন।
৪০৯ দিন ১ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪২৩ দিন ১৯ ঘন্টা ৫০ মিনিট আগে
৪৫৮ দিন ২২ ঘন্টা ৪৯ মিনিট আগে
৫০৯ দিন ২২ ঘন্টা ৩৯ মিনিট আগে