আজ ১০ ডিসেম্বর, ভোলা হানাদার মুক্ত দিবস। র্যালি ও আলোচনা সভার মাধ্য দিয়ে ভোলায় এ দিবসটি উদযাপিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। র্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন, জেলা প্রশাসক আরিফুজ্জামান। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। উল্লেখ্য, ১৯৭১ সালের আজকের এই দিনে হানাদার মুক্ত হয়ে রচিত হয়েছে ভোলায় প্রথম স্বাধীনতার ইতিহাস। দীর্ঘ সাড়ে ৮ মাসের সশস্ত্র সংগ্রাম ও যুদ্ধের পর পাক-হানাদার বাহিনী ও তাদের দোসররা মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে ভোলা থেকে পালিয়ে যায়। আর তখনই সমগ্র ভোলার মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েন। সে থেকেই ভোলার মানুষ ডিসেম্বর মাসের ১০ তারিখ, ভোলা মুক্ত দিবস পালন করে।
৩০৪ দিন ২ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩১২ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩১২ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩১২ দিন ১৬ ঘন্টা ১৩ মিনিট আগে
৩৩৫ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৪৬ দিন ৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩৪৮ দিন ১০ ঘন্টা ৩২ মিনিট আগে
৩৪৯ দিন ১২ ঘন্টা ৯ মিনিট আগে