উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এ স্লোগানকে সামনে রেখে ভোলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। ভোলা জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শনিবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর পারভীন আক্তার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মো. মামুন অর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন ভোলার জেলার সহকারি পরিচালক মো. রুবেল হাসান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোবাশ্বের উল্লাহ চৌধুরী, দুর্নীতি দমন কমিশন এর দুদক এ্যাডভোকেট সাহাদাত হোসেন শাহিন, ভোলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ভোলা জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাগণ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।
৩০৪ দিন ২ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩১২ দিন ১১ ঘন্টা ০ মিনিট আগে
৩১২ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে
৩১২ দিন ১৬ ঘন্টা ১৫ মিনিট আগে
৩৩৫ দিন ৮ ঘন্টা ২৯ মিনিট আগে
৩৪৬ দিন ৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩৪৮ দিন ১০ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩৪৯ দিন ১২ ঘন্টা ১১ মিনিট আগে