মাল সহ সন্ধান দাতাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।
গত ০৭-০৬-২০২৩ তারিখে একটি ট্রাকে বোঝাই আনোয়ার ইস্পাতের ১৩ টন রড চুরি হয়েছে। উক্ত ট্রাকের ড্রাইভারের নাম ইসমাইল (মোবাইলঃ ০১৮১৪-৬৯৫৯৯৪) ট্রাকের নম্বরঃ খুলনা মেট্রো-ট ১১-০৯৫০। ড্রাইভার ইসমাইল আনোয়ার ইস্পাত এর গাজীপুর ফ্যাক্টরি থেকে ১৩ টন রড ট্রাকে লোড করে টাংগাইলের ভূয়াপূর এর উদ্দেশ্যে রওনা দেয় এবং গন্তব্যে না পৌছানোয় তার মোবাইল নাম্বারে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তী অনুসন্ধানে জানা যায় যে, ড্রাইভার ইসমাইল যে ট্রাকটি নিয়ে রড পরিবহন করছিলো, সেই ট্রাকটি গত ২-০৬-২০২৩ তারিখে বাগেরহাট থেকে চুরি হয় এবং একই দিনে বাগেরহাট মডেল থানায় এই বিষয়ে একটি মামলা রুজু হয় (মামলা নং – ৫)। ড্রাইভার ইসমাইল অথবা খুলনা মেট্রো-ট ১১-০৯৫০ নাম্বারের ট্রাকটি কেউ দেখে থাকলে দয়া করে নিকটস্থ থানায় এবং ০১৭৫৫৬৮৮৬১২ যোগাযোগ করার অনুরোধ রইলো।
মোহাম্মদ শরীফ হোসেন
আনোয়ার লজিস্টিক লি:
যোগাযোগ
০১৭৫৫৬৮৮৬১২
০১৭৩১৯৫৯৬০০
৬৬২ দিন ২২ ঘন্টা ৪১ মিনিট আগে