ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার অন্তর্গত বিজয়নগর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে শনিবার (১জুলাই) ঈদ পুনর্মিলনী, মুক্তিযোদ্ধা সম্মাননা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মাননা বিষয়ক একটি প্রোগ্রাম আয়োজন করা হয়েছে।
উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, যিনি এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর ডঃ মোহাম্মদ তোফাজ্জল ইসলাম যিনি এই সংগঠনের প্রধান উপদেষ্টা।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইরফান উদ্দিন আহমেদ, বিজয়নগর উপজেলার চেয়ারম্যান নাসিমা মুকাই আলী ও উপদেষ্টা বিশিষ্ট বিজনেস টাইফুন লিরিক গ্রুপের চেয়ারম্যান জনাব মোঃ সেলিম মিয়াসহ এই সংগঠনের আরো উপদেষ্টা ও মডারেটর বৃন্দ।
কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা প্রদানের স্থিরচিত্র।
বিজয়নগর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে শিক্ষার্থীদের কৃতি শিক্ষার্থী সম্মাননা প্রদান করা হয়। এতে এইচএসসি ১০০ জন শিক্ষার্থী এবং এসএসসি ৮২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়াও ২০ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৫ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।
সেইসাথে পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স প্রাপ্ত ৫০ জনকে শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয় এবং শ্রেষ্ঠ শিক্ষক এবং একজন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চ্যাম্পিয়নকে সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য যে, উক্ত ছাত্র কল্যাণ পরিষদটি ২০১৪ সালে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন ইতিবাচক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
৬৪১ দিন ৪ ঘন্টা ২৫ মিনিট আগে
৬৫২ দিন ২০ ঘন্টা ৩৭ মিনিট আগে