সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদল করা হয়েছে। নতুন ওসি হয়ে আসছেন মো. শামসুদ্দোহা (পিপিএম)। তিনি এসএমপি কোর্টে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি মো. কামরুল হাসান তালকুদারের স্থলাভিষিক্ত হচ্ছেন শামসুদ্দোহা। দক্ষিণ সুরমা থানায় সদ্য পদায়নকৃত ওসি শামসুদ্দোহা এসএমপি’র মোগলাবাজার এবং সিলেট জেলা পুলিশের কানাইঘাট ও বিশ্বনাথ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।
দক্ষিণ সুরমা থানায় ওসি বদলের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস।
বর্তমানে দক্ষিণ সুরমা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন কামরুল হাসান। এর আগে তিনি দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২১ সালের সেপ্টেম্বরে এক আদেশে তিনি দক্ষিণ সুরমা থানার ওসি হন। এ থানায় দায়িত্ব পালনকালে কামরুল ৬ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হয়েছেন। সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে তিনি শ্রেষ্ঠ ওসি মনোনীত হন। এবার তাঁকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত দল ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন’ বা ‘এবিপিএন’-এ পদায়ন করা হয়েছে।
১ দিন ১৫ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৩ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ৯ মিনিট আগে
৯ দিন ২১ ঘন্টা ২০ মিনিট আগে
১০ দিন ৩৩ মিনিট আগে
১০ দিন ৪৬ মিনিট আগে
১০ দিন ৪৮ মিনিট আগে
১১ দিন ২১ ঘন্টা ৫৬ মিনিট আগে